29 January Current Affairs in Bengali:
১। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে “A Little Book of India: Celebrating 75 Years
of Independence” নামে একটি নতুন বই প্রকাশিত হল, পুস্তক টি
কে রচনা করেন?
- রাস্কিন বন্ড।
২। প্রতি বছর কত তারিখ সারা বিশ্বে ‘Data Privacy Day’ হিসেবে পালন করা
হয়?
- ২৮ শে জানুয়ারি।
** Theme (2022) – ‘Privacy
Matters’.
৩। Hindustan Petroleum Corporation Ltd
(HPCL) –এর Chairman এবং Managing Director হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
- Pushp Kumar Joshi.
** এর পূর্বে এই পদে
নিযুক্ত ছিলেন মুকেশ কুমার সুরানা।
৪। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (Chief Economic Adviser) হিসেবে ভারত সরকার
সম্প্রতি কাকে নিযুক্ত করল?
- ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন (Dr
V Anantha Nageswaran).
** পূর্বে এই পদে নিযুক্ত
ছিলেন KV Subramanian.
৫। সম্প্রতি সংসদের অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ
করা হল, মোবাইল অ্যাপ্লিকেশনটির নাম কী?
- ‘Digital Sansad App’.
** এই মোবাইল অ্যাপ্লিকেশন টি লঞ্চ করলেন লোকসভার স্পিকার ওম বিরলা।
চলতি বছরের ২৭ শে জানুয়ারি মোবাইল অ্যাপ্লিকেশন টি লঞ্চ করা
হয়।
এই মোবাইল অ্যাপ্লিকেশন টি লঞ্চ করার উদ্দেশ্য নাগরিকদের কেন্দ্রীয়
বাজেট ২০২২ লাইভ সহ হাউসের লাইভ কার্যপ্রণালী অ্যাক্সেস করার অনুমতি প্রদান।
৬। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘অস্ট্রেলিয়ান ওপেন
মহিলা সিঙ্গেলস’ খেতাব কে জিতলেন?
- অ্যাশলে বার্টি (Ashleigh Barty).
** প্রায় ৪৪ বছর পর
কোন অস্ট্রেলিয়ান মহিলা টেনিস তারকা ‘অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গেলস’ খেতাব জিতলেন।
বর্তমানে তিনি বিশ্বের ১ নং মহিলা টেনিস খেলোয়াড়।
আমেরিকার ড্যানিয়েল কলিন্স কে হারিয়ে তিনি এই খেতাব জিতলেন।
অ্যাশলে বার্টি অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশ লিগে ‘ব্রিসবেন হিটার’ –এর
হয়ে ক্রিকেটও খেলেছেন।
৭। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২০ – ২০২১ সালে ভারত মোট কত মূল্যের
সফটওয়্যার সার্ভিস রপ্তানি করেছে?
- $১৩৩.৭ বিলিয়ন।
৮। ওড়িশা ওপেন ব্যাডমিন্টন –এর প্রথম সংস্করণ কোথায় শুরু হয়েছে?
- অন্ধ্রপ্রদেশ।
৯। সম্প্রতি কোন দেশে বিশ্বের সবচেয়ে বড়
Canal Lock –এর উদ্বোধন করা হল?
- নেদারল্যান্ড।
** আমস্টারডাম বন্দরের একটি ছোট বন্দর শহর ইজমুইডেনে ( Ijmuiden) Canal Lock টির
উদ্বোধন করা হল।
এটির উদ্বোধন করলেন Dutch King Willen – Alexander.
এটি ৫০০ মিটার দীর্ঘ এবং ৭০ মিটার চওড়া।
Capital of Netherland – Amsterdam.
Currency – Euro.
Prime minister – Mark Rutte.
১০। ক্যাসলেস ট্রানজেকশন কে বুস্ট করার জন্য TerraPay
সম্প্রতি কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করল?
- NPCI International Payments Limited (NIPL).
** NPCI Founded – 2008.
Headquarters – Mumbai,
Maharashtra.
MD & CEO – Dilip Asbe.
১১। Google ভারতের
ডিজিটাল ইকোসিস্টেমের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সম্প্রতি কোন টেলিকম সংস্থার সাথে একটি
দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করল?
- Bharti Airtel.
** Bharti Airtel Founded – 7 July 1995.
Founder – Sunil Bharti
Mittal.
CEO – Gopal Vittal.
Google Founded – 4 September
1998.
Founders – Larry Page, Sergey Brin.
Headquarters – California,
US.
CEO – Sundar Pichai.
১২। ভারতের প্রাক্তন অর্থ সচিব সুভাষ চন্দ্র গর্গ সম্প্রতি তার প্রথম বই প্রকাশের কথা
ঘোষণা করলেন, তার রচিত পুস্তকটির নাম কী?
- “The $10 Trillion Dream”.
** তার এই পুস্তক টি
২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রকাশিত হবে।
১৩। সম্প্রতি কোথায় ভারতের সবচেয়ে বড় Electric
Vehicle (EV) Charging Station খোলা হল?
- গুরগ্রাম।
** গুরুগ্রামের দিল্লি-জয়পুর জাতীয় সড়কে চার চাকার জন্য চার্জিং স্টেশন
টি ১০০ টি চার্জিং পয়েন্টের ক্ষমতা সম্পন্ন।
নতুন এই চার্জিং স্টেশন টি তৈরি করেছে Tech – Piloting কোম্পানি Alektrify Private Limited.
১৪। প্রখ্যাত লেখক এবং সমাজকর্মী অনিল আওচাট (Anil Awachat) সম্প্রতি
প্রয়াত হলেন, ইনি কোন ভাষার লেখক ছিলেন?
- মারাঠি।
** তিনি ১৯৮৬ সালে পুনেতে মুক্তাঙ্গন পুনর্বাসন কেন্দ্র নামে একটি আসক্তি মুক্ত
কেন্দ্রের প্রতিষ্ঠা করেছিলেন।
তাঁর রচিত বেশ কিছু মারাঠি বই “মনসা”, “স্বতবিশায়ী", “গার্ড", “কার্যারাত", “কার্যমগ্না" এবং "কুতুহালাপোতি"।
১৫। World Gold Council (WGC) –এর সম্প্রতি প্রকাশিত
‘Gold Demand Trends 2021’ রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে বিশ্বব্যাপী সোনার চাহিদা কত
শতাংশ বৃদ্ধি পেয়েছে?
- ১০%।
** World Gold Council Founded – 1987.
Headquarters – London, United Kingdom.
CEO – David Tait.
President – Kelvin Dushnisky.
To join our FB page CLICK HERE.