Type Here to Get Search Results !

3 January Current Affairs in Bengali

Current affairs || Daily current affairs || 3rd January Current Affairs || Current Affairs in Bengali || 3rd January Current Affairs in Bengali || 3 January  current affairs in bengali ||

3 January Current Affairs in Bengali:

(বি দ্র - এই পোস্টের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক পোস্ট টি PDF আকারে ডাউনলোড করে নিন)।

১। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি Padhe Bharat Campaignনামক ১০০ দিনের একটি পঠন অভিযানের সূচনা করলেন।

** 'পড়ে ভারত' প্রচারাভিযানটি ১ লা জানুয়ারী ২০২২ -এ চালু হয়। এটি ১০০ দিন বা ১৪ সপ্তাহের জন্য পরিচালিত হবে। এটি ১০ ই ​​এপ্রিল ২০২২ এ শেষ হবে।

শিক্ষার্থীদের শেখার স্তর উন্নত করতে 'পড়ে ভারত' ক্যাম্পেইন চালু করা হয়েছে।

এটি শিশুদের তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং বাস্তব জীবনের পরিস্থিতির সাথে সম্পর্কিত হতে সাহায্য করবে।

এই অভিযানের আওতায় অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিশুদের অন্তর্ভুক্ত করা হবে।

 

২। সুদানের প্রধানমন্ত্রী Abdalla Hamdok সম্প্রতি তাঁর পদত্যাগের কথা ঘোষণা করলেন।

** ২৫ শে অক্টোবর, ২০২১ -এ সুদানের সামরিক বাহিনী একটি অভ্যুত্থান চালায়। এই অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী Abdalla Hamdok গৃহবন্দী করা হয়।

 

৩। সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) আপডেট করার জন্য আদমশুমারির প্রথম ধাপ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত স্থগিত করল।

** আদমশুমারির প্রথম ধাপ ২০২০ সালের এপ্রিল – সেপ্টেম্বর মধ্যে পরিচালিত হওয়ার কথা ছিল। কিন্তু COVID-19 মহামারীর মধ্যে এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।

 

৪। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী Tech Mahindra Allyis India এবং Green Investments -এর ১০০ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণ করবে।

** Tech Mahindra Founded: 1986,

Founder: Anand Mahindra,

CEO: C. P. Gurnani,

Headquarters: Pune.

 

৫। ২০২১ সালের ডিসেম্বর মাসে সংগৃহীত GST –র পরিমাণ ১.২৯ লক্ষ কোটি টাকা।

** যা ২০২০ সালের ডিসেম্বর মাসের তুলনায় ১৩ শতাংশ বেশি।

 

৬। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি উত্তর প্রদেশের মেরুটে ‘মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।

** বিশ্ববিদ্যালয়টি প্রায় 700 কোটি টাকা ব্যয়ে মেরুটের সারদানা শহরের সালাওয়া এবং কাইলি গ্রামে তৈরি করা হবে।

 

৭। সম্প্রতি 'কোচি ওয়াটার মেট্রো প্রকল্পে’র জন্য নির্মিত প্রথম ব্যাটারি চালিত বৈদ্যুতিক নৌকা (বোট) কোচি মেট্রো রেল লিমিটেডের কাছে হস্তান্তর করা হল।

** ব্যাটারি চালিত ওয়াটার মেট্রো বোট টি ১০০ জন যাত্রী বহন করতে সক্ষম।

 

৮। V.S. Pathania সম্প্রতি ভারতীয় কোস্ট গার্ডের ২৪ তম মহাপরিচালক (ডিজি) হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন।

 

৯। GST কাউন্সিলের ৪৬ তম সভা সম্প্রতি নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন সভাপতিত্বে অনুষ্ঠিত হল।

 

১০। বিনয় কুমার ত্রিপাঠি সম্প্রতি রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (Chief Executive Officer) হিসেবে নিযুক্ত হলেন।

 

১১। অনলাইনে পলিসি বিক্রির জন্য LIC সম্প্রতি ‘Digi Zone উদ্বোধন করল৷

** LIC Founded: 1 September 1956,

LIC Chairperson: M R Kumar,

LIC Headquarters: Mumbai.

 

১২। কার্ড টোকেনাইজেশনের জন্য SBI Card সম্প্রতি Paytm-এর সাথে চুক্তি স্বাক্ষর করল।

** SBI Card Headquarters: Gurugram, Haryana.

Managing Director & CEO: Rama Mohan Rao Amara.


File Details :

File Format : PDF

Click Here to Download




To join our FB page CLICK HERE.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad