4 January Current Affairs in Bengali:
১। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় দ্বারা
সম্প্রতি প্রকাশিত দেশের মাসিক পণ্য রপ্তানির রিপোর্ট অনুযায়ী ২০২১ সালের
ডিসেম্বরে ভারত ৩৭.২৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।
** ২০২০ - ২০২১ সালে দেশের রপ্তানি ২৯০ বিলিয়ন মার্কিন ডলার।
২। সম্প্রতি ভারত আফগানিস্তানে ৫,০০,০০০ ডোজ COVID-19 ভ্যাকসিন দান করল এবং আগামী দিনে আফগানিস্তান কে মানবিক সহায়তার
অংশ হিসাবে আরও ৫,০০,০০০ ডোজ পাঠাবে।
৩। ২০১৯ সাল থেকে প্রতি বছর ৪ ঠা জানুয়ারি দিনটি কে বিশ্বব্যাপী 'World
Braille Day’ হিসেবে পালন করা হয়।
** দিনটির লক্ষ্য অন্ধ ব্যক্তিদের ব্রেইল অ্যাক্সেসের অধিকারকে স্বীকৃতি
দেওয়া এবং অন্ধ ও আংশিকভাবে দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তিদের মানবাধিকারের পূর্ণ
উপলব্ধিতে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্রেইলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
ব্রেইলের উদ্ভাবক লুই ব্রেইলের জন্মবার্ষিকী স্মরণ করে দিনটি চিহ্নিত করা
হয় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। লুই ব্রেইল ১৮০৯ সালের ৪ঠা জানুয়ারি
উত্তর ফ্রান্সের কুপভ্রে শহরে জন্মগ্রহণ করেন।
৪। সম্প্রতি বিশ্বখ্যাত কেনিয়ার সংরক্ষণবাদী এবং
জীবাশ্ম বিজ্ঞানী Richard Leakey ৭৭ বছর বয়সে মারা গেলেন।
৫। NTPC Ltd সম্প্রতি Power Exchange of India Ltd (PXIL) –এর ৫ শতাংশ ইক্যুইটি শেয়ার অধিগ্রহণ করার কথা ঘোষণা করল।
** পাওয়ার এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড:
এটি ভারতের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে উন্নীত পাওয়ার এক্সচেঞ্জ হিসাবে 20
ফেব্রুয়ারী, 2008-এ অন্তর্ভুক্ত হয়েছিল।
PXIL বিভিন্ন ইলেক্ট্রিসিটি ট্রেডিং সলিউশন
প্রদান করে এবং ক্রেতাদের বিক্রেতাদের সাথে সংযোগ করতে সাহায্য করে।
PXIL-এর অনুমোদিত শেয়ার মূলধন হল 120 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হল 58.47
কোটি টাকা৷
৬। ভারত ৪৬ টি
বন্ধু দেশের সাথে মিলিতভাবে সম্প্রতি মেগা নৌ যুদ্ধ মহড়া ‘Exercise
Milam 2022’ –এর আয়োজন করবে।
৭। ফ্রান্সে সম্প্রতি Covid-19 এর নতুন রূপ 'IHU' আবিষ্কৃত হয়েছে।
** Capital of France – Paris,
Official Language – French,
President – Emmanuel Macron,
Prime Minister – Jean Castex,
Currency – Euro.
৮। Vistara
airline –এর পরবর্তি CEO
হিসেবে নিযুক্ত হলেন Vinod Kannan.
৯। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি মুম্বায়ে 'Water Taxi Service' –এর শুভারম্ভ করবেন।
** মুম্বায়ে ভারতের প্রথম সমুদ্রের নীচ দিয়ে টানেল তৈরি করা হচ্ছে।
সম্প্রতি মহারাষ্ট্রের কৃষকেরা ‘Fresh Fruit Cake Movement’ শুরু করল।
মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত সিন্ধুদুর্গ জেলার আম্বালি কে ‘বায়ো ডাইভারসিটি হেরিটেজ সাইট’ –এর মর্যাদা প্রদান করা হল।
১০। সম্প্রতি ফ্রান্স ১৪ বছরের মধ্যে প্রথমবারের জন্য Council of the European Union –এর অধ্যক্ষ পদ লাভ করল।
** Capital of France – Paris,
Official Language – French,
President – Emmanuel Macron,
Prime Minister – Jean Castex,
Currency – Euro.
১১। সম্প্রতি দেশের প্রথম LPG যুক্ত ধোঁয়া মুক্ত রাজ্য হল
হিমাচল প্রদেশ।
** হিমাচল প্রদেশ হল দেশের প্রথম রাজ্য যা রাজ্যের যোগ্য জনসংখ্যার ১০০% কে COVID টীকার প্রথম ডোজ প্রদান করে।
১২। বলিউডের চলচ্চিত্র প্রযোজক বিজয় গালানি সম্প্রতি মারা গেলেন।
** তিনি ব্লাড ক্যান্সারে ভুগছিলেন এবং চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন।
১৩। পাকিস্তানের অল - রাউণ্ডার Mohammad Hafeez সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন।
১৪। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার জন্য কল্পনা চাওলা কেন্দ্রের উদ্বোধন করলেন।
১৫। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্য সরকারের পেনশনভোগীদের পরিচয়
যাচাইকরণ এবং ডিজিটাল লাইফ সার্টিফিকেট সিস্টেমের সূচনা করলেন।
** Chief Minister - Naveen Patnaik.
Governor - Prof. Ganeshi Lal.
Capital – Bhubaneswar.
National Park – Simlipal National Park (1980),
Bhitarkanika National Park (1988).
Dance Forms – Odissi (Classical),
Savari, Ghumara, Painka, Munari, Chhau.
Traditional Sarees - Bomkai saree, Sambalpuri saree.
File Details :
File Format : PDF


