Type Here to Get Search Results !

5 January Current Affairs in Bengali

Current affairs || Daily current affairs || 5th January Current Affairs || Current Affairs in Bengali || 5th January Current Affairs in Bengali || 5 January  current affairs in bengali ||

5 January Current Affairs in Bengali:

(বি দ্র - এই পোস্টের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক পোস্ট টি PDF আকারে ডাউনলোড করে নিন)।

১। Money Transfer Service Scheme (MTSS) -এর অধীনে আন্তর্জাতিক (ক্রস বর্ডার) Remittance Business শুরু করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি Fino Payments Bank -কে অনুমোদন প্রদান করল।

** Fino Payments Bank Established: 13 July 2006.

Headquarter: Mumbai, Maharashtra.

Chairman: Prof Mahendra Kumar Chouhan.

MD & CEO: Rishi Gupta.

 

২। Alka Mittal সম্প্রতি Oil and Natural Gas Corporation -এর প্রথম মহিলা প্রধান হিসেবে নিযুক্ত হলেন।

** অলকা মিত্তালকে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) নতুন অন্তর্বর্তী চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (সিএমডি) হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

 

৩। অ্যাপল সম্প্রতি বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে $3 ট্রিলিয়ন এম-ক্যাপ অর্জন করল।

** অ্যাপলের মার্কেট ক্যাপ প্রতি শেয়ার $182.86

Apple Inc. Founded 1 April 1976, California, United States.

Founders Steve Jobs, Steve Wozniak, Ronald Wayne.

CEO Tim Cook.

Headquarters Cupertino, California, United States.

 

৪। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি National Educational Alliance for Technology (NEAT) 3.0 লঞ্চ করলেন৷

** এটি সরকার এবং শিক্ষা প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল।

NEAT 3.0-এর লক্ষ্য হল একটি একক প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের সেরা-উন্নত ed-tech সমাধান এবং কোর্স প্রদান করা।

এটি বিশেষ করে অর্থনৈতিকভাবে বিভিন্ন সুযগ – সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে।

 

৫। টেসলার প্রতিষ্ঠাতা এবং সিইও ইলন মাস্ক সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত অশোক ইলুস্বামী (Ashok Elluswamy) কে তার বৈদ্যুতিক গাড়ি কোম্পানির অটোপাইলট দলের প্রথম কর্মচারী হিসেব নিযুক্ত করার কথা ঘোষণা করলেন।

** এর পূর্বে অশোক ইলুস্বামী’ Volkswagen Electronic Research Lab’ এবং ‘WABCO Vehicle Control System’ –এর সাথে যুক্ত ছিলেন।

 

৬। Zishaan A Latif সম্প্রতি Photo Journalism বিভাগে ‘Ramnath Goenka Award’ লাভ করলেন।

 

৭। RBI ২০২২ সালে SBI, ICICI ব্যাঙ্ক, এবং HDFC ব্যাঙ্ককে 'Domestic Systemically Important Banks’ (D-SIB) হিসাবে পুনরায় অন্তর্ভুক্ত করল।

** RBI Established – 1 April 1935.

Headquarter – Mumbai.

Governor – Shaktikanta Das.

 

৮। ১৯৭১ সালের ভারত – পাকিস্তান যুদ্ধের ভারতীয় নৌবাহিনীর Vice Admiral S.H. Sarma সম্প্রতি প্রয়াত হলেন।

** মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।

গত বছরের ১ লা ডিসেম্বর তিনি তাঁর শততম জন্মদিন পালন করেছিলেন।

 

৯। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সম্প্রতি দীপক কুমার এবং অজয় ​​কুমার চৌধুরীকে নতুন নির্বাহী পরিচালক (executive directors (ED)) হিসাবে নিযুক্ত করল।

** RBI Established – 1 April 1935.

Headquarter – Mumbai.

Governor – Shaktikanta Das.

 

১০। ওড়িশার গঞ্জাম (Ganjam) জেলা নিজেকে 'বাল্যবিবাহ মুক্ত' জেলা ঘোষণা করল, যা ওড়িশা রাজ্যের মধ্যে প্রথম।

** Chief Minister - Naveen Patnaik.

Governor - Prof. Ganeshi Lal.

Capital – Bhubaneswar.

National Park – Simlipal National Park (1980), Bhitarkanika National Park (1988).

Dance Forms Odissi (Classical), Savari, Ghumara, Painka, Munari, Chhau.

Traditional Sarees - Bomkai saree, Sambalpuri saree.

 

১১। কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং সম্প্রতি 'PM’s Excellence Award’ -এ নিবন্ধনের জন্য একটি ওয়েব পোর্টাল লঞ্চ করলেন।

** এই পুরস্কার প্রধানমন্ত্রী দ্বারা প্রদান করা হয়।

২০২২ সালে এই অ্যাওয়ার্ডের পুরস্কারের রাশি দুই গুণ করা হয়েছে। এটি ১০ ​​লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা করা হয়েছে।

 

১২। এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ককে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) -এর দ্বারা একটি নির্ধারিত ব্যাঙ্ক (Scheduled Bank) হিসাবে শ্রেণীবদ্ধ করা হল।

** Airtel Payments Bank Founded: January 2017.

MD and CEO: Nubrata Biswas.

Headquarters: New Delhi.

 

১৩। সঞ্জয় ভার্গব সম্প্রতি ‘Starlink India’ –এর ভারতীয় বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন।

 

১৪। লাদাখে ঐতিহ্যবাহী নববর্ষ 'লোসার উৎসব' উৎযাপন শুরু হল।

** লোসার হল একটি 15 দিনের উত্সব,

লাদাখ অঞ্চলের বৌদ্ধ সম্প্রদায় জনগন এই উৎসব উৎযাপন করেন।

লোসার একটি তিব্বতি শব্দ যার অর্থ 'নববর্ষ'

 

১৫। দক্ষিণ কোরিয়া সম্প্রতি ‘KSTAR’ নামক দেশের প্রথম কৃত্রিম সূর্যের জন্য প্রযুক্তির বিকাশ করার কথা ঘোষণা করল।

** Capital & Largest City – Seoul.

President – Moon Jae-in.

Prime Minister – Kim Boo-kyum.

 

১৬। ভারতীয় বংশোদ্ভূত ক্যানাডিয়ান নাগরিক বব সিং ধিলন, ড. ভাইকুন্তম আইয়ার লক্ষ্মণ এবং প্রদীপ মার্চেন্ট সম্প্রতি ‘Order of Canada’ সন্মানে সন্মানিত হলেন।

 

১৭। বিনীত কুমার গোয়েল সম্প্রতি কলকাতা পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।


File Details :

File Format : PDF

Click Here to Download



To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad