Type Here to Get Search Results !

31 January Current Affairs in Bengali

AIMSSC || aimssc || Current affairs || Daily current affairs || Current Affairs in Bengali || 31th January Current Affairs in Bengali || 31th January Current Affairs || 31 January  current affairs in bengali ||

31 January Current Affairs in Bengali:


১। পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর এবং অবসরপ্রাপ্ত IPS ড. কিরণ বেদীর লেখা পুস্তক সম্প্রতি প্রকাশিত হল, পুস্তকটির নাম কী?

  • “Fearless Governance”.

 

২। সম্প্রতি Britannia Industries Ltd. –এর Independent Director পদ থেকে কে পদত্যাগ করলেন?

  • প্রাক্তন RBI গভর্নর উর্জিত প্যাটেল

 

৩। ফার্মাসিউটিক্যাল সেক্টরে উদ্ভাবন ও গবেষণার সুবিধার্থে রাসায়নিক মন্ত্রক সম্প্রতি কোন পোর্টাল লঞ্চ করল?

  • National Institute of Pharmaceutical Education and Research (NIPER).

 

৪। ভারত সম্প্রতি কোন দেশের সাথে মিলিত ভাবে দেশের ১২ টি রাজ্যের ১৫০ টি গ্রাম কে ‘Villages of Excellence’ –এর জন্য চুক্তি স্বাক্ষর করল?

  • ইজরায়েল

** Capital of Israel Jerusalem.

President Isaac Herzog.

Prime minister Naftali Bennett.

Currency Israeli Shekel.

 

৫। কোন সংস্থা সম্প্রতি Pops’ নামে ভারতের প্রথম বুদ্ধিমান মেসেঞ্জার (Intelligent Messenger) লঞ্চ করল?

  • Paytm Money.

** Paytm Money Founded 20 September 2017.

Headquarters Bengaluru, Karnataka.

CEO Varun Sridhar.

 

৬। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি সম্প্রতি যে পোর্টাল টি লঞ্চ করলেন তার নাম কী?

  • AP Seva Portal 2.0.

** এই পোর্টালটি কে Citizen Service Portal ও বলা হয়।

 

৭। Honduras –এর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি কে শপথ নিলেন?

  • Xiomara Castro.

** Capital of Honduras – Tegucigalpa.

Currency – Lempira (HNL).

 

৮। প্রতি বছর কত তারিখ ‘World Neglected Tropical Diseases Day’ (World NTD Day) হিসেবে পালন করা হয়?

  • ৩০ শে জানুয়ারি

** Theme (2022) - ‘Achieving health equity to end the neglect of poverty-related diseases’.

Slogan (2022) ‘From neglect to care’.

 

৯। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া 2022 Women’s Hockey Asia Cup Tournament –এ চ্যাম্পিয়ন হল কোন দল?

  • জাপান মহিলা হকি দল

** জাপান চ্যাম্পিয়ন হল সাউথ কোরিয়া কে হারিয়ে।

এই নিয়ে তারা (জাপান) তৃতীয় বার Women’s Hockey Asia Cup জিতল।

ভারতীয় মহিলা হকি দল চীনের মহিলা হকি দল কে ২ – ০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় লাভ করল।

 

১০। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ২০২২ অস্ট্রেলিয়া ওপেন পুরুষ সিঙ্গেলস বিভাগে কে চ্যাম্পিয়ান হলেন?

  • রাফায়েল নাদাল

** ফাইনালে তিনি রুশের তারকা প্লেয়ার দানিল মেদভেদেভ (Daniil Medvedev) কে 2-6, 6-7, 6-4, 6-4, 7-5 সেটে হারিয়ে চ্যাম্পিয়ান হলেন।

তিনি ২০২২ অস্ট্রেলিয়া ওপেন পুরুষ সিঙ্গেলস বিভাগে জয় লাভ করে তার ক্যারিয়ারের গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা হল ২১ টি, যা সর্বকালীন রেকর্ড।

 

১১। সম্প্রতি “Last among Equals: Power, Caste and Politics in Bihar’s Village” নামে পুস্তক রচনা করলেন কে?

  • এম আর শরণ

 

১২। টাটা গ্রুপ সম্প্রতি এয়ার ইন্ডিয়ার জন্য পছন্দের ব্যাঙ্কার হিসাবে কোন ব্যাঙ্কগুলি কে বেছে নিল?

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা এবং HDFC ব্যাঙ্ক কে

** Tata Group Founded – 1868.

Founder – Jamsedji Tata.

Headquarters – Mumbai.

Chairman – Natarajan Chandrasekaran.

 

১৩। সোশ্যাল মিডিয়া জায়ান্ট ‘Meta’ ভারত জুড়ে পাঁচ লক্ষ মহিলার নেতৃত্বাধীন ক্ষুদ্র ব্যবসা কে সমর্থন করার জন্য সম্প্রতি কোন শিল্প সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করল?

  • Indian Chambers of Commerce & Industry (FICCI).

** Headquarters of Meta California, United States.

CEO Mark Zuckerberg.

FICCI Founded 1927.

Headquarters New Delhi.

President – Sanjiv Mehta.

Secretary – General Dilip Chenoy.

 

১৪। কোন রাজ্য সম্প্রতি নতুন ১৩ টি জেলা তৈরী করতে চলেছে?

  • অন্ধ্রপ্রদেশ

 

১৫। শিখ সম্প্রদায়ের ভারতীয় সামাজিক – আধ্যাত্মিক নেতা এবং শিক্ষাবিদ সম্প্রতি ৯৫ বছর বয়সে প্রয়াত হলেন, তার নাম কী?

  • Iqbal Singh Kingra.

** সামাজিক কাজের ক্ষেত্রে অবদানের জন্য তিনি ২০২২ সালে ‘পদ্মশ্রী’ সম্মানে সন্মানিত হন।

 

১৬। কোন ইন্টারন্যাশনাল এইয়ারপোর্ট কে সম্প্রতি Director General of Civil Aviation (DGCA) দ্বারা ২০ লক্ষ টাকা জরিমানা করল?

  • কলকাতার সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এইয়ারপোর্ট

 

১৭। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া 2022 Women’s Pan American Cup –এ 6th women’s field hockey championship টাইটেল জিতল কোন দল?

  • আর্জেন্টিনা

** চিলি কে আর্জেন্টিনা এই খেতাব জিতল।

To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad