Type Here to Get Search Results !

1 February Current Affairs in Bengali

AIMSSC || aimssc || Current affairs || Daily current affairs || Current Affairs in Bengali || 1st February Current Affairs in Bengali || 1st February Current Affairs || 1 February  current affairs in bengali ||

1 February Current Affairs in Bengali:


১। সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী ISRO ২০২২ সালে সূর্য অধ্যয়নের জন্য কোন মিশন লঞ্চ করবে?

  • Aditya-L 1 মিশন

** Aditya-L 1 মিশন টি L1 Lagrange Point –এ স্থাপন করা হবে।

Aditya-L 1 মিশনের পূর্বে নাম দেওয়া হয়েছিল Aditya 1.

এই মিশনের উদ্দেশ্য সৌর করোনা (Solar Corona) পর্যবেক্ষণ করা।

 

২। কোন রাজ্যে ভারতের প্রথম Geological Park স্থাপন করা হবে?

  • মধ্যপ্রদেশ

** মধ্যপ্রদেশের জবলপুরের লামহেতায় এটি তৈরি করা হবে।

Geological Survey of India –র দ্বারা সম্প্রতি এই পার্কে মঞ্জুরি প্রদান করা হল।

৩৫ কোটি টাকা ব্যায়ে এই পার্ক টি তৈরি করা হবে।

 

৩। সম্প্রতি কোন IIT –এর গবেষকেরা বুকের এক্সরে করে কোভিড শনাক্ত করার প্রযুক্তি তৈরি করল?

  • IIT Jodhpur.

** Former Name – Indian Institute of Technology Rajasthan.

Established – 2008.

Chairman – R Chidambaram.

Director – Santanu Chaudhary.

 

৪। সম্প্রতি কোন দেশ Hwasong-12 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করল?

  • উত্তর কোরিয়া

** Capital & Largest City of North Korea – Pyongyang.

Currency – Korean People’s Won (KPW).

President – Kim Jong – un.

 

৫। আজ ১ লা ফেব্রুয়ারি ভারতের কোন মহাকাশচারী মৃত্যুবার্ষিকী হিসেবে পালিত হয়?

  • ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা

** ২০০৩ সালের ১ লা ফেব্রুয়ারি স্পেস শাটল কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় ধ্বংস হয়ে যায়, যেখানে কল্পনা চাওলা সহ সাতজন মহাকাশচারী মারা যান।

কল্পনা চাওলা ১৯৬২ সালের ১৭ ই মার্চ হরিয়ানার কারনালে জন্মগ্রহণ করেন।

 

৬। ইতালির রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হলেন?

  • Sergio Mattarella.

** দ্বিতীয় বার তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন।

Capital & Largest City of Italy – Rome.

Prime Minister – Mario Draghi.

Currency – Euro.

 

৭। কে সম্প্রতি World Games Athlete of the Year award for 2021 জিতলেন?

  • ভারতীয় পুরুষ হকি প্লেয়ার PR Sreejesh.

** রানী রামপালের পর তিনি দ্বিতীয় ভারতীয় যিনি এই পুরস্কার জিতলেন।

 

৮। বিজ্ঞানীরা সম্প্রতি কোথায় প্রবাল প্রাচীর আবিষ্কার করলেন?

  • তাহিতির (Tahiti) উপকূলে

 

৯। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে Intel কে ছাড়িয়ে কোন কোম্পানি বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর কোম্পানি হিসেবে স্থান দখল করল?

  • Samsung.

** Samsung Electronics Founded 13 January 1969.

Founder Lee Byung-chul.

Headquarters Suwon-si, South Korea.

CEO Kim Hyun Suk, Kim Ki Nam & Koh Dong-Jin.

 

১০। ওড়িশায় সম্প্রতি অনুষ্ঠিত হওয়া 2022 Odisha Open Badminton Tournament –এ মহিলা সিঙ্গেলস খেতাব কে জয় লাভ করলেন?

  • উন্নতি হুডা (Unnati Hooda).

** পুরুষ সিঙ্গেলস বিভাগে খেতাব জিতলেন Kiran George.

 

১১। RC Ganjoo এবং Ashwini Bhatnagar –এর যৌথভাবে সম্প্রতি প্রকাশিত পুস্তকটির নাম কী?

  • “Operation Khatma”.

 

১২। National Payments Corporation of India (NPCI) এবং UPI ecosystem ১ লা ফেব্রুয়ারি থেকে ৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত কোন সপ্তাহ হিসেবে পালন করবে?

  • ‘UPI Safety and Awareness Week’.

** সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস ‘UPI Safety and Awareness Month’ হিসেবে পালন করা হবে।

NPCI Founded – 2008.

Headquarters – Mumbai, Maharashtra.

MD & CEO – Dilip Asbe.

 

১৩। Tata Group –এর Tata Steel Long Products Ltd সম্প্রতি ১২,১০০ কোটি টাকায় কোন সংস্থা অধিগ্রহণ করল?

  • Neelachal Ispat Nigam Ltd.

** Tata Steel Founded 25 August 1907.

Founder Jamsetji Tata.

Headquarters Mumbai.

CEO T. V. Narendran.

 

১৪। কোন IPL Team ভারতের প্রথম ইউনিকর্ন স্পোর্টস এন্টারপ্রাইজ হয়ে উঠেছে?

  • চেন্নাই সুপার কিংস

 

১৫। সম্প্রতি প্রকাশিত ‘Death Penalty in India’ –র রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যা কত?

  • ৪৮৮ জন

** এই সংখ্যা ১৭ বছরের মধ্যে সর্বাধিক।

২০২০ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ২১% অধিক।

 

১৬। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন দ্বারা পেশ করা কেন্দ্রীয় বাজেটে ভারতে Crypto Currency –র উপর কত শতাংশ ট্যাক্স ঘোষণা করল?

  • ৩০%

** আগামী ১ লা এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

 

১৭। সম্প্রতি ৭৫ বছর পর কোন স্টেশনে প্রথম পণ্যবাহী ট্রেন (Freight Train) পৌঁছল?

  • মণিপুরের রানি গাইদিনলিউ স্টেশনে (Rani Gaidinliu).

** মণিপুর একটি পার্বত্য রাজ্য। এ কারণে এ এলাকায় রেললাইন নির্মাণ করা কঠিন। মণিপুরে নির্মিত নতুন রেললাইন ১১১ কিলোমিটার দীর্ঘ।


To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad