Type Here to Get Search Results !

7 January Current Affairs in Bengali

Current affairs || Daily current affairs || 7th January Current Affairs || Current Affairs in Bengali || 7th January Current Affairs in Bengali || 7 January  current affairs in bengali ||

7 January Current Affairs in Bengali:

(বি দ্র - এই পোস্টের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক পোস্ট টি PDF আকারে ডাউনলোড করে নিন)।

১। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আগামী পাঁচ বছরের জন্য Student Start-ups and Innovation Policy 2.0” (SSIP-2.0) লঞ্চ করলেন।

** Governor - Acharya Dev Vrat.

Capital – Gandhinagar.

National Park – Gir National Park (1975), Blackbuck (Velavadar) National Park (1976), Vansda National Park (1979), Marine (Gulf of Kachchh) National Park (1982).

Dance Forms Garba, Dandiya Ras, Tippani Juriun, Bhavai.

Traditional Sarees - Ashavali saree, Patola saree.

 

২। শেফালি ভার্মা কে সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার ব্র্যান্ড এনডোর্সার হিসাবে নিযুক্ত করা হল।

** ২০১৯ সালে ১৫ বছর বয়সে শেফালি ভার্মা ভারতের হয়ে মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলায় সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হয়েছিলেন।

এর আগে ২০২১ সালে শেফালি ভার্মা প্রথম মহিলা ক্রিকেটার হয়েছিলেন যিনি একটি টেস্ট ম্যাচে 3 ছক্কা মেরেছিলেন।

 

৩। চীনা কূটনীতিকবিদ Zhang Ming সম্প্রতি SCO –এর Secretary General –এর দায়িত্বভার গ্রহণ করলেন।

** SCO আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: ভারত, কাজাখস্তান, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।

 

৪। কেন্দ্র সরকার বিজয় পল শর্মা কে Commission for Agricultural Costs & Prices (CACP) চেয়ারম্যান হিসাবে পুনঃনিযুক্ত করল।

 

৫। জয়ন্ত ঘোষাল –এর লেখা Mamata Beyond 2021নামে একটি নতুন বই সম্প্রতি প্রকাশিত হল।

 

৬। সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক (SIB) 'Crisis for Business Continuity'-এর অধীনে সেরা অটোমেশনের জন্য ‘UiPath Automation Excellence Awards 2021লাভ করল।

 

৭। ভারতের শীর্ষস্থানীয় সংখ্যাতত্ত্ববিদ JC Chaudhry প্রায় ৬,০০০ জন অংশগ্রহণকারীকে প্রাচীন বিজ্ঞান সম্পর্কে শিক্ষিত করে সংখ্যাতত্ত্বে প্রথম ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ এবং ২০২২ সালের প্রথম বিশ্ব রেকর্ড করলেন।

 

৮। পশ্চিম প্রশান্ত মহাসাগরের গুয়ামে (Guam) হতে চলা বহুজাতিক সামরিক মহড়া ‘Sea Dragon 2022’ –এ ভারত অংশ গ্রহণ করবে।

** সামরিক মহড়া টি প্রাথমিকভাবে সাবমেরিন বিরোধী যুদ্ধ (Anti Submarine Warfare - ASW) প্রশিক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে।

 

৯। RBI সম্প্রতি Muthoot Vehicle Finance এবং Eko India -র অনুমোদনের শংসাপত্র বাতিল করল।

 

১০। TS Tirumurti সম্প্রতি ২০২২ সালের জন্য UNSC কাউন্টার-টেরোরিজম কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

 

১১। ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে প্রথম দক্ষিণ মেরু জয় করলেন ব্রিটিশ শিখ আর্মি অফিসার হরপ্রিত চণ্ডী

 

১২। কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত ‘UJALA’ স্কিম সম্প্রতি ৭ বছর পূর্ণ করল।

** ২০১৫ সালের ৫ ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্কিম টি চালু করেন।

 

১৩। Amy Bauernschmidt সম্প্রতি প্রথম মহিলা হিসেবে মার্কিন নৌবাহিনী তে পারমাণবিক বাহক হিসেবে নিযুক্ত হলেন।

 

১৪। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ত্রিপুরায় মহারাজা বীর বিক্রম বিমান বন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করলেন।

** Chief Minister - Biplab Kumar Deb.

Governor – Satyadev Narayan Arya.

Capital – Agartala.

National ParkBison (Rajbari) National Park (2007), Clouded Leopard National Park (2007).

Dance Forms Hojagiri.

 

১৫। Antigua এবং Barbuda হল যথাক্রমে International Solar Alliance –এর ১০১ এবং ১০২ তম সদস্য দেশ।

** International Solar Alliance (ISA) Founded – 30 November 2015.

Founded at – Paris, France.

Headquarter – Gurugram, Haryana, India.

Director General – Ajay Mathur.



File Details :

File Format : PDF

Click Here to Download


To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad