Type Here to Get Search Results !

9 January Current Affairs in Bengali


9 January Current Affairs in Bengali:

(বি দ্র - এই পোস্টের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক পোস্ট টি PDF আকারে ডাউনলোড করে নিন)।


১। সম্প্রতি প্রকাশিত লন্ডন বেসড ‘HIS Markit’ –এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ভারত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইকোনমি হয়ে উঠবে। ২০৩০ সাল নাগাদ ভারতের GDP দাঁড়াবে ৮.৪ ট্রিলিয়ন ডলার।

** বর্তমানে ভারতের GDP ২.৭ ট্রিলিয়ন ডলার।

এই মুহুর্তে ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ।

কিন্তু ২০৩০ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে।

 

২। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সম্প্রতি হায়দ্রাবাদে ভারতের প্রথম ‘Open Rock Museum’ –এর উদ্বোধন করলেন।

** জাদুঘরটিতে ভারতের বিভিন্ন অংশ থেকে ৩.৩ বিলিয়ন বছর থেকে পৃথিবীর ইতিহাসের প্রায় ৫৫ মিলিয়ন বছর বয়সের প্রায় ৩৫ টি বিভিন্ন ধরণের পাথর সংরক্ষিত রয়েছে৷

এই পাথরগুলি পৃথিবীর পৃষ্ঠ থেকে ১৭৫ কিলোমিটার পর্যন্ত পৃথিবীর গভীরতম অংশের প্রতিনিধিত্ব করে।

 

৩। মেজর জেনারেল বিকাশ লেখারা সম্প্রতি আসাম রাইফেলের IG হিসেবে নিযুক্ত হলেন।

** Assam Rifles Formed – 1835.

Headquarter – Shillong, Meghalaya.

Motto – Sentinels of the North East.

 

৪। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বারাণসী তে ‘বনস ডেইরি কাশী সংকুল’ –এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন।

** এই প্রোজেক্টের মোট খরচ ৪৭৫ কোটি টাকা।

এখানে প্রতিদিন ৫ লক্ষ লিটার দুধ উৎপাদন হবে।

 

৫। SBI General Insurance সম্প্রতি ‘#Bahane Chhodo Tax Bachao’ ক্যাম্পেয়ন –এর সূচনা করল।

** SBI General Insurance Founded – 24 February 2009.

Headquarters – Mumbai, Maharashtra.

MD & CEO – Prakash Chandra Kandpal.

Tagline – Suraksha Aur Bharosa Dono.

 

৬। Dhirendra K. Jha –এর লেখা “Gandhi’s Assassin: The Making of Nathuram Godse and His Idea of India” শীর্ষক পুস্তক সম্প্রতি প্রকাশিত হল।

 

৭। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং সম্প্রতি তেলেঙ্গানার হায়দ্রাবাদে ২৪ তম 'National Conference on e-Governance’ –এর উদ্বোধন করলেন।

** ২ দিন ব্যাপী চলা এই কনফারেন্সের থিম - India’s Techade: Digital Governance in a Post Pandemic World.

 

৮। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ২০২০ সালের তৃতীয় জাতীয় জল পুরস্কারের বিজয়ী ঘোষণা করলেন। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ‘National Water Awards 2020’ –তে উত্তর প্রদেশ জল সংরক্ষণের প্রচেষ্টায় সেরা রাজ্য হিসাবে নির্বাচিত হয়েছে।

** রাজস্থান এবং তামিলনাড়ু যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

 

৯। প্রথম মহিলা বিচারপতি হিসেবে আয়েশা মালিক সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন।

** Capital – Islamabad.

Largest City – Karachi.

President – Arif Alvi.

Prime Minister – Imran Khan.

 

১০। প্রথম কৃষ্ণাঙ্গ পুরুষ অভিনেতা হিসেবে অস্কার জয়ী সিডনি পোইটিয়ার (Sidney Poitier) সম্প্রতি ৯৪ বছর বয়সে মারা গেলেন।

** তিনি ১৯৬৪ সালে সেরা অভিনেতা হিসেবে অস্কার লাভ করেন।


File Details :

File Format : PDF

Click Here to Download


To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad