Type Here to Get Search Results !

10 February Current Affairs in Bengali

AIMSSC || aimssc || Current affairs || Daily current affairs || Current Affairs in Bengali || 10th February Current Affairs in Bengali || 10th February Current Affairs || 10 February  current affairs in bengali ||

10 February Current Affairs in Bengali:

(বি দ্র - এই পোস্টের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক পোস্ট টি PDF আকারে ডাউনলোড করে নিন)।


১। জাতি সংঘ দ্বারা মনোনীত ‘World Pulses Day’ প্রতি বছর কত তারিখ পালন করা হয়?

১০ ই ফেব্রুয়ারি

** Theme (2022) ‘Pulses to empower youth in achieving sustainable agrifood systems’.

দিন টি জাতি সংঘের দ্বারা স্থাপন করা হয়।

বিশ্বব্যাপী খাদ্য হিসেবে ডালের গুরুত্বকে স্বীকৃতি দিতে জাতি সংঘের Food and Agriculture Organization (FAO) দিবস টি পালন করে।

২০১৯ সালের ১০ ই ফেব্রুয়ারি দিন টি প্রথম পালন করা হয়।

FAO Established – 16 October 1945.

Headquarters – Rome, Italy.

Head – Qu Dongyu.

 

২। সম্প্রতি প্রকাশিত Salesforce Global Digital Skills Index 2022 –এ শীর্ষে রয়েছে কোন দেশ?

ভারত

** এই সূচক টি ১৯ টি দেশের মধ্যে তুলনা করে তৈরি করা হয়েছে।

সমস্ত দেশগুলির মধ্যে ভারতের প্রাপ্ত স্কোর ১০০ এর মধ্যে ৬৩।

 

৩। কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি Powerthon – 2022 লঞ্চ করলেন?

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং (R K Singh).

 

৪। Staff Selection Commission (SSC) –এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

এস কিশোর (S. Kishore).

** বর্তমানে তিনি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের বিশেষ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

SSC Established 4 November 1975.

Headquarters New Delhi.

 

৫। সম্প্রতি কে ২০২০ – ২০২১ সালের জন্য দক্ষ সংসদ সদস্য বিভাগে '১৮ তম প্রয়াত মাধবরাও লিমায়ে পুরস্কার' (18th Late Madhavrao Limaye Award) পেলেন?

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি

** নীতিন গড়করি প্রথমবার এই পুরস্কার লাভ করলেন।

এই পুরস্কারটি নাসিক পাবলিক লাইব্রেরি সার্বজনিক পাঠনালয় দ্বারা প্রদান করা হয়।

 

৬। কোন সংস্থা সম্প্রতি ‘Majhi Vasundhara’ অভিযান কে সমর্থন করার জন্য মহারাষ্ট্র সরকারের সাথে MoU স্বাক্ষর করল?

United Nation Environment Programme (UNEP).

** UNEP Founded 5 June 1972.

Headquarters Nairobi, Kenya.

Head Inger Andersen.

 

৭। সম্প্রতি কোন সংস্থা মালেশিয়ান স্টার্টআপ ‘Curlec’ –এর অংশীদ্বারিত্ব ক্রয় করল?

Razorpay.

** Razorpay Founded 2013.

CEO Harshil Mathur.

 

৮। অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগে সচিব (Secretary) হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

সঞ্জয় মালহোত্রা (Sanjay Malhotra).

** তার পূর্বে এই পদে নিযুক্ত ছিলেন দেবাশীষ পাণ্ডা।

 

৯। ভারতের প্রথম বাণিজ্যিক-স্কেল বায়োমাস-ভিত্তিক হাইড্রোজেন প্ল্যান্ট সম্প্রতি কোথায় তৈরি করা হবে?

মধ্যপ্রদেশ

** মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় Watomo Energies Ltd এবং Biezel Green Energy -র যৌথ উদ্যোগে ২৪ কোটি টাকার বিনিয়োগে এই প্ল্যান্টটি স্থাপন করা হচ্ছে।

 

১০। কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্প্রতি ‘Take a Break’ ইনিশিয়েটিভ লঞ্চ করল?

ইনস্টাগ্রাম

** Instagram launched 6 October 2010.

Owner Meta.

Founder – Kevin Systrom.

 

১১। World Gold Council –এর সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে কোন ব্যাঙ্ক সম্প্রতি সবচেয়ে বেশি পরিমাণ সোনা ক্রয় করেছে?

Central Bank of Thailand.

** Central Bank of Thailand মোট ৯০ মেট্রিক টন সোনা ক্রয় করেছে।

৭৭.৫ মেট্রিক টন সোনা ক্রয় করে এই রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় স্থানে স্থানে রয়েছে Reserve Bank of India (RBI).

World Gold Council Founded 1987.

Headquarters London, United Kingdom.

CEO David Tait.

President Kelvin Dushnisky.

 

১২। সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা IPL –এ প্রথমবার অংশগ্রহণকারী আহমেদাবাদ আইপিএল ফ্র্যাঞ্চাইজির নতুন নাম কী?

Gujarat Titans.

 

১৩। IIT Madras সম্প্রতি ভারতের জল সংকট সমাধান করতে কোন সেন্টার প্রতিষ্ঠা করল?

AquaMAP.

** IIT Madras Established - 1959.

Chairman - Pawan Kumar Goenka.

Motto - Success is born out of action.

 

১৪। বিশ্বের বৃহত্তম ইগলু ক্যাফে সম্প্রতি কোথায় শুরু করা হল?

জন্মু কাশ্মীরের গুলমার্গ

** Lt. Governor – Manoj Sinha.

Capital – Jammu (Winter) & Srinagar (Summer).

National Park – Dachigam National Park (1981), Kishtwar National Park (1981), City Forest (Salim Ali) National Park (1992).

Dance Forms – Rauf, Hikat, Mandjas, Kud Dandi Nach, Damali.

 

১৫। সম্প্রতি কোন দেশের দারুচিনি GI Tag লাভ করল?

শ্রীলঙ্কা

** Capital of Sri Lanka - Sri Jayawardenepura Kotte (legislative), Colombo (executive and judicial).

Largest city – Colombo.

President - Gotabaya Rajapaksa.

Prime Minister - Mahinda Rajapaksa.

Currency - Sri Lankan rupee (Rs) (LKR).


File Details :

File Format : PDF

Click Here to Download

To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad