9 February Current Affairs in Bengali:
১। এই বছর কত তারিখ ‘Safer Internet Day’
হিসেবে পালন করা হল?
- ৮ ই ফেব্রুয়ারি।
** দিন টি প্রতি বছর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিনে পালন করা হয়।
Theme (2022) – ‘Together for a better internet’.
দিন টি নিরাপদ এবং উন্নত ইন্টারনেট প্রদানের লক্ষ্যে পালিত
হয়, যেখানে প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারী দায়িত্বশীলভাবে এবং তাদের ডেটা ফাঁস নাকরে
ইইন্টারনেট ব্যবহার করতে পারে।
২। Pfizer India –র চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
- প্রদীপ শাহ (Pradip Shah).
** ইনি বিশ্ব ব্যাঙ্ক
–এর প্রাক্তন পরামর্শক (Ex-consultant) ছিলেন।
৩। গ্রামীণ মহিলাদের উদ্যোক্তায় পরিণত করার জন্য কোন রাজ্য সরকার সপ্রতি
Amazon India –এর সাথে চুক্তি স্বাক্ষর করল?
- কর্ণাটক।
** Chief Minister – Basavaraj Bommai.
Governor – Thawarchand Gehlot.
Capital – Bengaluru.
National Park – Bandipur National Park (1974), Bannerghatta
National Park (1974), Anshi National Park (1987), Kudremukh National Park
(1987), Nagarahole (Rajiv Gandhi) National Park (1988).
Dance Forms – Yakshagan, Huttari, Suggi, Kunitha,
Karga, Lambi.
Traditional
Sarees – Ilkal saree.
৪। কোন রাজ্য সরকার সম্প্রতি ‘লতা মঙ্গেশকার অ্যাওয়ার্ড’ –এর ঘোষণা করলেন?
- মধ্যপ্রদেশ।
** Chief Minister - Shivraj Singh Chouhan.
Governor – Mangubhai Chhaganbhai Patel.
Capital – Bhopal.
National Park – Kanha
National Park (1955), Madhav National Park (1959), Bandhavgarh National Park
(1968), Indira Priyadarshini Pench National Park (1975), Van Vihar National
Park (1979), Panna National Park (1981), Sanjay National Park (1981), Satpura
National Park (1981), Fossil National Park (1983).
Dance Forms – Jawara, Matki, Aada, Khada Nach,
Phulpati, Grida Dance, Selalarki, Selabhadoni, Maanch.
Traditional
Sarees - Chanderi saree.
৫। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি কোথায় ‘Rajiv Gandhi Grameen
Bhumiheen Krishi Mazdoor Nyay Yojana’ লঞ্চ করলেন?
- ছত্তিশগড়।
** Chief Minister - Bhupesh Baghel.
Governor - Anusuiya Uikey.
Capital – Nawa Raipur.
National Park – Guru Ghasidas (Sanjay) National Park (1981),
Indravati (Kutru) National Park (1982), Kanger Valley National Park (1982).
Dance Forms – Gaur Maria, Panthi, Raut Nacha,
Pandwani, Vedamati, Kapalik, Bharthari Charit, Chandaini.
৬। ১৪ বছর সার্ভিসের পর ভারত সম্প্রতি কোন স্যাটেলাইট ডিকমিশন করল?
- জিস্যাট – ৪বি।
৭। সম্প্রতি প্রকাশিত ফোর্বস রিপোর্ট অনুযায়ী এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি
কে হলেন?
- গৌতম আদানি।
৮। সম্প্রতি কোন দেশ বিশ্বে প্রথম করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য
DNA ভ্যাকসিন তৈরি করল?
- ভারত।
** ভ্যাকসিনটির নাম
ZyCov – D.
Cadila Healthcare Ltd কোম্পানি এই ভ্যাকসিন টি তৈরি করে।
৯। Google সম্প্রতি শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য কোন ডিভাইস লঞ্চ করল?
- Chrome Book.
১০। Microsoft সম্প্রতি ‘Microsoft Cloud for Retail’ লঞ্চ করার জন্য কার
সাথে MoU স্বাক্ষর করল?
- Sonata Software.
** Sonata Software Founded – 1986.
Headquarters – Bengaluru.
MD & CEO – P. Srikar Reddy.
Microsoft Founded – 4 April
1975.
Headquarters – Washington
D.C, United States.
CEO and Chairman – Satya
Nadella.
১১। ভারতের অন্যতম বৃহত্তম ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম
MediBuddy সম্প্রতি কাকে
অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে স্বাক্ষর করল?
- অমিতাভ বচ্চন।
১২। ১৪ – ১৮ ই ফেব্রুয়ারি কোন সংস্থা ‘Financial Literacy week 2022’ হিসেবে
পালন করবে?
- Reserve Bank of India (RBI).
** Theme (2022) – ‘Go Digital, Go
Secure’.
RBI Established – 1 April
1935.
Headquarters – Mumbai.
Governor – Shaktikanta Das.
১৩। প্রবীণ কুমার সোবতি সম্প্রতি প্রয়াত হলেন,
ইনি কে ছিলেন?
- অভিনেতা এবং অ্যাথলেট।
** টিভি সিরিজ "মহাভারত" –এ ভীম চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি
পরিচিত ছিলেন।
১৯৬৬ এবং ১৯৭০ সালে অনুষ্ঠিত হওয়া এশিয়ান ফেমসে তিনি স্বর্ণ পদক লাভ করেন।
১৪। সম্প্রতি কোথায় বার্ষিক কাঁচোথ (Kanchoth) উৎসব পালিত হল?
- জম্মু ও কাশ্মীর।
** J&K Formation (Union territory) – 31
October 2019.
Lieutenant Governor – Manoj Sinha.
১৫। সম্প্রতি কে NITI আয়োগের ফিনটেক ওপেন সামিটের (Fintech
Open Summit) সূচনা করলেন?
- কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
** NITI আয়োগ
PhonePe, AWS এবং EY-এর সহযোগিতায় তিন সপ্তাহ
(৭ – ২৮ ফেব্রুয়ারি) ব্যাপী ভার্চুয়াল সামিট
'Fintech Open'-এর আয়োজন করেছে।