Type Here to Get Search Results !

23 February Current Affairs in Bengali

AIMSSC || aimssc || Current affairs || Daily current affairs || Current Affairs in Bengali || 23th February Current Affairs in Bengali || 23th February Current Affairs || 23 February  current affairs in bengali ||

23 February Current Affairs in Bengali:

(বি দ্র - এই পোস্টের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক পোস্ট টি PDF আকারে ডাউনলোড করে নিন)।


১। International Rubber Study Group (IRSG) –এর নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

  • K.N. Raghavan.

** তিনি দুই বছরের জন্য চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন।

বর্তমানে ইনি Indian Rubber Board –এর Executive Director পদে নিযুক্ত রয়েছেন।

IRSG Formed – 1944.

Headquarters – Singapore.

Secretary-General – Salvatore Pinizzotto.

IRSG  Members India, Singapore, Cameroon, Sri Lanka, European Union, Cote d’Ivoire, Nigeria, Russia.

 

২। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের প্রথম নদী তে Night Navigation Mobile App লঞ্চ করলেন?

  • আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

** আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীতে ফেরি পরিষেবার জন্য ভারতের প্রথম নাইট নেভিগেশন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন।

অ্যাপ্লিকেশন টি IIT Madras -এর প্রধান বিজ্ঞানী কে রাজুর সহযোগিতায় রাজ্য পরিবহন বিভাগ দ্বারা তৈরি করা হয়।

 

৩। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইউক্রেন কে কয়টি দেশে ভাগ করলেন?

  • ৩ টি

** তিনি পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল – ডোনেস্ক (Donetsk) এবং লুহানস্ক (Luhansk) কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলেন।

 

৪। সম্প্রতি ৫০ বছর বয়সে শিল্পমন্ত্রী মেকাপতি গৌথম রেড্ডি (Mekapati Goutham Reddy) প্রয়াত হলেন, ইনি কোন রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন?

  • অন্ধ্রপ্রদেশ

** Chief Minister - YS Jagan Mohan Reddy.

Governor - Biswa Bhusan Harichandan.

Capital – Hyderabad, Visakhapatnam (Executive), Amaravati (Legislative), Kurnool (Judicial).

National ParkSri Venkateswara National Park (1989), Rajiv Gandhi (Rameswaram) National Park (2005), Papikonda National Park (2008).

Dance Forms Kuchipudi, Vilasini Natyam, Andhra Natyam, Bhamakalpam, Veeranatyam, Dappu, Tappeta Gullu, Lambadi, Dhimsa, Kolattam, Butta Bommalu.

Traditional Sarees - Guntur saree, Kalamkari saree, Mangalgiri saree, Uppada saree, Venkatgiri saree.

 

৫। কেন্দ্র সরকার সম্প্রতি কাকে RBI -এর কেন্দ্রীয় বোর্ডের পরিচালক (Director) হিসেবে মনোনীত করল?

  • সঞ্জয় মালহোত্রা

 

৬। সম্প্রতি কে Garuda Aerospace Pvt Ltd -এর উদ্যোগে 'কিষাণ ড্রোন যাত্রা' (Kisan Drone Yatra) -র উদ্বোধন করলেন?

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

** Garuda Aerospace Pvt Ltd Headquarter – Chennai, Tamil Nadu.

Founder and CEO – Agnishwar Jayaprakash।

 

৭। হরিয়ানার গুরুগ্রাম জেলার জন্য ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

  • আন্তর্জাতিক মহিলা দাবাড়ু তানিষ্কা কোটিয়া (Tanishka Kotia) এবং তার বোন ঋদ্ধিকা কোটিয়া (Riddhika Kotia)।

** ২০০৮ সালে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে তানিষ্কা কোটিয়া লিমকা বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করেন।

 

৮। ল্যাভেন্ডার সম্প্রতি জন্মু কাশ্মীর –এর কোন জেলার ব্র্যান্ড পণ্য হিসাবে মনোনীত হল?

  • ডোডা (Doda).

 

৯। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘Huddle Global 2022’ –এ কেরালা স্টার্টআপ মিশন (KSUM) বিশ্বব্যাপী নেটওয়ার্কে যোগদানের জন্য কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করল?

  • Google.

** Google Founded – 4 September 1998.

Founders – Larry Page, Sergey Brin.

Headquarters – California, United States.

CEO – Sundar Pichai.

 

১০। সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে ATP 500 জয়ী হয়ে ইতিহাস রচনা করলেন কোন খেলোয়াড়?

  • ১৮ বছর বয়সী স্পেনের কার্লোস আলকারাজ (Carlos Alcaraz).

** তিনি ব্রাজিলের রিও ডি জেনিরোতে দিয়েগো শোয়ার্টজম্যান কে হারিয়ে রিও ওপেন টেনিস শিরোপা জয় লাভ করে আই ইতিহাস রচনা করলেন।

২০০৯ সালে এই টুর্ণামেন্ট টি শুরু হওয়ার পর থেকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কার্লোস আলকারাজ ATP 500 টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হলেন।

 

১১। ভারত সম্প্রতি কোন দেশের সাথে ‘Blue Economy’ রোডম্যাপ স্বাক্ষর করল?

  • ফ্রান্স

** Capital & Largest City of France – Paris.

Currency – Euro, CFP Franc.

President – Emmanuel Macron.

Prime Minister – Jean Castex.

 

১২। কোন দেশ সম্প্রতি সফলভাবে নতুন নৌ – বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (naval air defence system) “C-Dome” পরীক্ষা সম্পন্ন করল?

  • ইজরায়েল

** Capital of Israel Jerusalem.

Currency Israeli Shekel.

President Isaac Herzog.

Prime Minister Naftali Bennett.

File Details :

File Format : PDF

Click Here to Download

To join our FB page CLICK HERE.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad