Type Here to Get Search Results !

2 March Current Affairs in Bengali

AIMSSC || aimssc || Current affairs || Daily current affairs || Current Affairs in Bengali || 2nd March Current Affairs in Bengali || 2nd March Current Affairs || 2 march  current affairs in bengali ||

2 March Current Affairs in Bengali:

(বি দ্র - এই পোস্টের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক পোস্ট টি PDF আকারে ডাউনলোড করে নিন)।


১। এই বছর ২ রা মার্চ Dr Ambedkar International Centre (Janpath, New Delhi)-এ কততম ‘Civil Accounts Day’ হিসেবে পালন করা হল?

  • ৪৬ তম

** এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

ICAS (Indian Civil Accounts Service) প্রতি বছর ১ লা মার্চ ‘Civil Accounts Day’হিসেবে পালন করে।

 

২। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর অত্মজীবনী “Ungalil Oruvan” (One Among You) –এর প্রথম খণ্ড লঞ্চ করা হল?

  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK Stalin –এর

** কংগ্রেস নেতা রাহুল গান্ধী চেন্নাই তে এটি লঞ্চ করলেন।

এই আত্মজীবনীর প্রথম খণ্ডে রয়েছে তাঁর প্রথম জীবনের অভিজ্ঞতা। এটিতে তিনি তাঁর স্কুল এবং কলেজের দিনগুলি, কৈশোর, প্রাথমিক রাজনীতি তে তাঁর অবদান, বৈবাহিক জীবন এবং MISA সংগ্রামের উল্লেখ করেছেন।

 

৩। কোথায় ২০২২ সালের মে মাসে ৩১ তম Southeast Asian Games অনুষ্ঠিত হবে?

  • ভিয়েতনাম

** Mascot of the 2021 Southeast Asian Games  -  “Sao La”. এই মাসকট টি মধ্য -  ভিয়েতনামের একটি বিরল স্তন্যপায়ী প্রাণী সাওলা (Saola) দ্বারা অনুপ্রাণিত।

২০২৩ সালে কম্বোডিয়ার নমপেনে (Phnom Penh, Cambodia) দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।

১২ থেকে ২৩ শে মে পর্যন্ত Southeast Asian Games অনুষ্ঠিত হবে।

এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ক্রীড়া ইভেন্ট এবং এটি একটি দ্বিবার্ষিক ইভেন্ট।

এই প্রতিযোগিতা টি মূলত ২০২১ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু কোভিড মহামারীর কারণে এটি স্থগিত করা হয়।

 

৪। সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসেবে Boltzmann Medal লাভ করলেন?

  • পদার্থবিজ্ঞানী অধ্যাপক দীপক ধর

 

৫। ভারতের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্যে সম্প্রতি রাস্তার পশুদের জন্য অ্যাম্বুলেন্স লঞ্চ করা হল?

  • তামিলনাড়ু

** এই অ্যাম্বুলেন্স টি তামিলনাড়ুর চেন্নাই -এ ‘Blue Cross of India’ International animal welfare organization ‘Four Paw’ –এর সহযোগিতায় লঞ্চ করল।

Chief Minister - M. K. Stalin.

Governor - Banwarilal Purohit.

Capital – Chennai.

National ParkGuindy National Park (1976), Gulf of Mannar Marine National Park (1980), Indira Gandhi (Annamalai) National Park (1989), Mudumalai National Park (1990), Mukurthi National Park (1990).

Dance Forms Bharatanatyam, Kumi, Kolattam, Kavadi.

Traditional Sarees - Dharamavaram saree, Kanjeevaram saree.

 

৬। সম্প্রতি কে international lending agency –র Vice President হিসেবে নির্বাচিত হলেন?

  • জুনায়েদ কামাল আহমেদ (Junaid Kamal Ahmad).

** ব্যাঙ্কের ইতিহাসে ইনি দ্বিতীয় বাংলাদেশি যিনি এত উচ্চ পদে নির্বাচিত হয়েছেন।

 

৭। সম্প্রতি “The Millennial Yogi: A modern-day parable about reclaiming one’s life” নামক পুস্তক প্রকাশিত হল, পুস্তক টি কে রচনা করেন?

  • প্রাক্তন ভারতীয় সেনা ক্যাপ্টেন দীপম চ্যাটার্জি (Deepam Chatterjee).

 

৮। আশনির গ্রোভার (Ashneer Grover) সম্প্রতি MD এবং Director পদ থেকে পদত্যাগ করলেন, ইনি কোন কোম্পানির MD এবং Director পদে নিযুক্ত ছিলেন?

  • BharatPe.

 

৯। কোন দল সম্প্রতি অনুষ্ঠিত হওয়া Pro Kabaddi League Season 8 চ্যাম্পিয়ন হল?

  • Dabang Delhi K C.

** Patna Pirates কে ৩৬ - ৩৭  পয়েন্টে হারিয়ে Dabang Delhi চ্যাম্পিয়ন হল।

Emerging Player of the season – Mohit Goyat.

Defender of the season award – Mohammadreza Chiyaneh.

Most Valuable Player of the season award – Naveen Kumar.

 

১০। অনুপ জালোটা সম্প্রতি “Udaan Ek Majdoor Bachhe Ki” নামক পুস্তক লঞ্চ করলেন, পুস্তকটির রচয়িতা কে?

  • Mithilesh Tiwari.

File Details :

File Format : PDF

Click Here to Download

To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad