5 February Current Affairs in Bengali:
১। সম্প্রতি কে হায়দ্রাবাদে ‘Statue of Equality’ –র উদ্বোধন করলেন?
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
** প্রধানমন্ত্রী ১১
শতকের ভক্তি সাধক রামানুজাচার্যের স্মরণে ২১৬ ফুট লম্বা 'স্ট্যাচু অফ ইকুয়ালিটি' জাতিকে উৎসর্গ করলেন।
২। সম্প্রতি কে Norway’s Central Bank -এর Governor হিসেবে নিযুক্ত হলেন?
- Jens Stoltenberg.
** তিনি বর্তমানে North
Atlantic Treaty Organization (NATO) –র প্রধান (Chief)
পদে নিযুক্ত রয়েছেন।
Norway’s Central Bank Established – 14 June 1816
Headquarters – Oslo.
NATO Founded – 4 April 1949, Washington, D.C.
Headquarters – Brussels, Belgium.
৩। IndiGo –র Managing Director (MD) হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
- রাহুল ভাটিয়া (Rahul Bhatia).
** তিনি IndiGo বিমান
সংস্থার সহ – প্রতিষ্ঠাতা।
IndiGo Founded – 2005.
Headquarters – Gurugram.
৪। চলতি বছর (২০২২) প্রজাতন্ত্র দিবসের দিন অংশ গ্রহণকারী কোন রাজ্যের ট্যাবলো
(Tableau) সেরা হিসেবে নির্বাচিত হল?
- উত্তর প্রদেশ।
** The theme of the tableau – ‘One District One Product and Kashi
Vishwanath Dham’.
Chief
Minister - Yogi Aditya Nath.
Governor - Anandiben Patel.
Capital – Lucknow.
National Park – Dudhwa
National Park (1977).
Dance Forms – Nautanki, Raslila, Kajri, Jhora,
Chappeli, Jaita.
Traditional
Sarees - Banarasi saree, Chikan saree.
৫। Centre for Monitoring Indian Economy (CMIE) থিঙ্ক
– ট্যাঙ্কের সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে ২০২২ সালের জানুয়ারিতে
ভারতে বেকারত্বের হার কমে কত শতাংশে নেমে এসেছে?
- ৬.৫৭%।
** এই রিপোর্ট অনুযায়ী বেকারত্বের হার সর্বোচ্চ 23.4% হরিয়ানায়। এর পরে যথাক্রমে
রয়েছে রাজস্থান (18.9%), ত্রিপুরা (17.1%), জম্মু ও কাশ্মীর (15%) এবং দিল্লি (14.1%)।
সর্বনিম্ন বেকারত্বের হার তেলেঙ্গানায় 0.7%। এর পরে যথাক্রমে
রয়েছে গুজরাট 1.2%, মেঘালয় 1.5%, ওডিশা 1.8% এবং কর্ণাটকে 2.9%।
৬। সম্প্রতি ভারতীয় ক্রীড়াবিদ নীরজ চোপড়ার সংক্ষিপ্ত
জীবনী "Golden Boy Neeraj Chopra” প্রকাশিত হল, পুস্তকটির
রচয়িতা কে?
- নভদীপ সিং গিল (Navdeep Singh Gill).
** ২০২০ টোকিও অলিম্পিকে
নীরজ চোপড়া স্বর্ণ পদক লাভ করেন।
৭। ভারত সরকার সম্প্রতি কাকে Controller General of Accounts (CGA) হিসেবে
নিযুক্ত করল?
- সোনালি সিং (Sonali Singh).
৮। University Grants Commission (UGC) –এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি
কে নিযুক্ত হলেন?
- এম জগদেশ কুমার (M Jagadesh Kumar).
** UGC Founded – 1956.
Headquarters – New Delhi.
৯। রমেশ দেও সম্প্রতি প্রয়াত হলেন, ইনি কোন জগতের সাথে যুক্ত ছিলেন?
- চলচ্চিত্র।
** তিনি প্রখ্যাত অভিনেতা
এবং প্রযোজক ছিলেন।
১০। সম্প্রতি MIDAS Deals Pvt Ltd-এর সহযোগিতায় Virzu
Studios তার আসন্ন গ্রাফিক উপন্যাস “Atharva – The Origin”
-এর মোশন পোস্টার প্রকাশ করল, এই গ্রাফিক উপন্যাসে কোন ক্রিকেটার
কে 'অথর্ব' হিসেবে চিত্রিত করা হয়েছে?
- মহেন্দ্র সিং ধোনি।
** এই গ্রাফিক উপন্যাসটির
রচয়িতা Ramesh Thamilmani.
এটি প্রযোজনা (Produced) করেছে Vincent Adaikalaraj এবং Ashok Manor.
১১। সম্প্রতি কোন রাজ্যে ‘One Nation One Ration Card’ যোজনার শুভারম্ভ
করা হল?
- ছত্তিশগড়।
** এর সাথে ৩৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 'ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড'
প্রকল্প শুরু হল।
Chief
Minister - Bhupesh Baghel.
Governor - Anusuiya Uikey.
Capital – Nawa Raipur.
National Park – Guru Ghasidas (Sanjay) National Park (1981),
Indravati (Kutru) National Park (1982), Kanger Valley National Park (1982).
Dance Forms – Gaur Maria, Panthi, Raut Nacha,
Pandwani, Vedamati, Kapalik, Bharthari Charit, Chandaini.
১২। ভারত সম্প্রতি INS Vikrant –এর জন্য কোন লড়াকু বিমানের সফল পরীক্ষা
সম্পন্ন করল?
- রাফালে ফাইটার জেটের সামুদ্রিক সংস্করণ।