Type Here to Get Search Results !

5 February Current Affairs in Bengali

AIMSSC || aimssc || Current affairs || Daily current affairs || Current Affairs in Bengali || 5th February Current Affairs in Bengali || 5th February Current Affairs || 5 February  current affairs in bengali ||

5 February Current Affairs in Bengali:

(বি দ্র - এই পোস্টের নীচে দেওয়া লিঙ্কে ক্লিক পোস্ট টি PDF আকারে ডাউনলোড করে নিন)।


১। সম্প্রতি কে হায়দ্রাবাদে ‘Statue of Equality’ –র উদ্বোধন করলেন?

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

** প্রধানমন্ত্রী ১১ শতকের ভক্তি সাধক রামানুজাচার্যের স্মরণে ২১৬ ফুট লম্বা 'স্ট্যাচু অফ ইকুয়ালিটি' জাতিকে উৎসর্গ করলেন।

 

২। সম্প্রতি কে Norway’s Central Bank -এর Governor হিসেবে নিযুক্ত হলেন?

  • Jens Stoltenberg.

** তিনি বর্তমানে North Atlantic Treaty Organization (NATO) –র প্রধান (Chief) পদে নিযুক্ত রয়েছেন।

Norway’s Central Bank Established – 14 June 1816

Headquarters – Oslo.

NATO Founded 4 April 1949, Washington, D.C.

Headquarters Brussels, Belgium.

 

৩। IndiGo –র Managing Director (MD) হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

  • রাহুল ভাটিয়া (Rahul Bhatia).

** তিনি IndiGo বিমান সংস্থার সহ – প্রতিষ্ঠাতা।

IndiGo Founded 2005.

Headquarters Gurugram.

 

৪। চলতি বছর (২০২২) প্রজাতন্ত্র দিবসের দিন অংশ গ্রহণকারী কোন রাজ্যের ট্যাবলো (Tableau) সেরা হিসেবে নির্বাচিত হল?

  • উত্তর প্রদেশ

** The theme of the tableau ‘One District One Product and Kashi Vishwanath Dham’.

Chief Minister - Yogi Aditya Nath.

Governor - Anandiben Patel.

Capital – Lucknow.

National Park – Dudhwa National Park (1977).

Dance Forms Nautanki, Raslila, Kajri, Jhora, Chappeli, Jaita.

Traditional Sarees - Banarasi saree, Chikan saree.

 

৫। Centre for Monitoring Indian Economy (CMIE) থিঙ্ক – ট্যাঙ্কের সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে ২০২২ সালের জানুয়ারিতে ভারতে বেকারত্বের হার কমে কত শতাংশে নেমে এসেছে?

  • ৬.৫৭%

** এই রিপোর্ট অনুযায়ী বেকারত্বের হার সর্বোচ্চ 23.4% হরিয়ানায়। এর পরে যথাক্রমে রয়েছে রাজস্থান (18.9%), ত্রিপুরা (17.1%), জম্মু ও কাশ্মীর (15%) এবং দিল্লি (14.1%)।

সর্বনিম্ন বেকারত্বের হার তেলেঙ্গানায় 0.7%। এর পরে যথাক্রমে রয়েছে গুজরাট 1.2%, মেঘালয় 1.5%, ওডিশা 1.8% এবং কর্ণাটকে 2.9%।

 

৬। সম্প্রতি ভারতীয় ক্রীড়াবিদ নীরজ চোপড়ার সংক্ষিপ্ত জীবনী "Golden Boy Neeraj Chopra” প্রকাশিত হল, পুস্তকটির রচয়িতা কে?

  • নভদীপ সিং গিল (Navdeep Singh Gill).

** ২০২০ টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া স্বর্ণ পদক লাভ করেন।

 

৭। ভারত সরকার সম্প্রতি কাকে Controller General of Accounts (CGA) হিসেবে নিযুক্ত করল?

  • সোনালি সিং (Sonali Singh).

 

৮। University Grants Commission (UGC) –এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

  • এম জগদেশ কুমার (M Jagadesh Kumar).

** UGC Founded 1956.

Headquarters New Delhi.

 

৯। রমেশ দেও সম্প্রতি প্রয়াত হলেন, ইনি কোন জগতের সাথে যুক্ত ছিলেন?

  • চলচ্চিত্র

** তিনি প্রখ্যাত অভিনেতা এবং প্রযোজক ছিলেন।

 

১০। সম্প্রতি MIDAS Deals Pvt Ltd-এর সহযোগিতায় Virzu Studios তার আসন্ন গ্রাফিক উপন্যাস “Atharva – The Origin” -এর মোশন পোস্টার প্রকাশ করল, এই গ্রাফিক উপন্যাসে কোন ক্রিকেটার কে 'অথর্ব' হিসেবে চিত্রিত করা হয়েছে?

  • মহেন্দ্র সিং ধোনি

** এই গ্রাফিক উপন্যাসটির রচয়িতা Ramesh Thamilmani.

এটি প্রযোজনা (Produced) করেছে Vincent Adaikalaraj এবং Ashok Manor.

 

১১। সম্প্রতি কোন রাজ্যে ‘One Nation One Ration Card’ যোজনার শুভারম্ভ করা হল?

  • ছত্তিশগড়

** এর সাথে ৩৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 'ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড' প্রকল্প শুরু হল।

Chief Minister - Bhupesh Baghel.

Governor - Anusuiya Uikey.

Capital – Nawa Raipur.

National ParkGuru Ghasidas (Sanjay) National Park (1981), Indravati (Kutru) National Park (1982), Kanger Valley National Park (1982).

Dance Forms Gaur Maria, Panthi, Raut Nacha, Pandwani, Vedamati, Kapalik, Bharthari Charit, Chandaini.

 

১২। ভারত সম্প্রতি INS Vikrant –এর জন্য কোন লড়াকু বিমানের সফল পরীক্ষা সম্পন্ন করল?

  • রাফালে ফাইটার জেটের সামুদ্রিক সংস্করণ

File Details :

File Format : PDF

Click Here to Download

To join our FB page CLICK HERE.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad