7 February Current Affairs in Bengali:
১। কত তারিখ বিশ্বব্যাপী ‘International Day of Zero
Tolerance for Female’ হিসেবে পালন করা হয়?
- ৬ ই ফেব্রুয়ারি।
** Theme (2020) - Accelerating Investment to End
Female Genital Mutilation.
২০০৩ সালে প্রথম এই দিন টি পালন করা হয়।
জাতি সঙ্ঘের দ্বারা দিন টি স্পন্সার করা হয়।
২। কোন দল কে হারিয়ে ভারত সম্প্রতি অনুষ্ঠিত হওয়া U19
World Cup 2022 জিতল?
- ইংল্যান্ড।
** ইংল্যান্ড
কে ৪ উইকেটে হারিয়ে ভারত U19 World Cup 2022 চ্যাম্পিয়ন হল।
U19 World Cup 2022 দলের অধিনায়ক ছিলেন Yash Dhull.
ভারত এই নিয়ে পঞ্চম বার U19 World Cup জয় লাভ করল। এর পূর্বে
ভারত 2000, 2008, 2012, 2018 সালে চ্যাম্পিয়ন হয়।
৩। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী Asian Development
Bank (ABD) ২০২১ সালে ভারত কে কত বিলিয়ন ডলার লোণ প্রদান করেছে?
- USD ৪.৬ বিলিয়ন।
** Asian Development Bank Founded – 19 December 1966.
Headquarters – Mandaluyong, Philippines.
President – Masatsugu Asakawa (from 17
January 2020).
৪। Khadi and Village Industries Commission (KVIC) সম্প্রতি
তার প্রাচীনতম খাদি প্রতিষ্ঠানের "খাদি শংসাপত্র" বাতিল করল,
সেই খাদি প্রতিষ্ঠানের নাম কী?
- Mumbai Khadi & Village Industries
Association (MKVIA).
** KVIC Founded – 1956.
Headquarters – Mumbai.
Chairperson – Vinai Kumar Saxena.
Parent agency – Ministry of Micro, Small and
Medium Enterprises.
৫। কোন সংস্থা সম্প্রতি ‘Swarajability’
নামে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভারতের প্রথম AI-based
চাকরির পোর্টাল লঞ্চ করল?
- IIT Hyderabad.
** IIT Hyderabad Established – 2008.
Chairman – B V R Mohan
Reddy.
Director – Budaraju Srinivasa
Murty.
৬। National Council of Educational Research and Training
(NCERT) –এর Director পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
- প্রোফেসর দীনেশ প্রসাদ সাকলানি (Dinesh
Prasad Saklani).
** তার
পূর্বে আই পদে নিযুক্ত ছিলেন Hrushikesh Senapaty.
NCERT Founded – 1961.
Headquarters – New Delhi.
৭। কোন রাজ্যের রাজ্য সরকার সম্প্রতি উন্মুক্ত পাঠশালা ‘পাড়ায়
শিক্ষালয়’ –এর শুভারম্ভ করল?
- পশ্চিমবঙ্গ।
** Chief Minister - Mamata Banerjee.
Governor - Jagdeep Dhankhar.
Capital – Kolkata (হুগলী নদীর তীরে অবস্থিত)।
National Park – Sunderban National Park (1984), Neora
Valley National Park (1986), Singalila National Park (1986), Gorumara National
Park (1992), Buxa National Park (1992), Jaldapara National Park (2014).
Dance Forms – Kathi, Gambhira, Dhali,
Jatra, Baul, Marasia, Mahal, Keertan.
Traditional
Sarees - Baluchari saree, Batik saree, Garad saree, Jamdani Dhakai
saree, Tant saree.
৮। Life Insurance Corporation (LIC) জীবন বিমার ডিজিটালকরণের
জন্য সম্প্রতি কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করল?
- Policybazaar.
** LIC Founded – 1956.
Headquarters –
Mumbai, Maharashtra.
Chairperson – M
R Kumar.
৯। Kotak Mahindra General Insurance Company সম্প্রতি ব্যবহৃত
গাড়ির বীমা করার জন্য কার সাথে চুক্তি স্বাক্ষর করল?
- Cars24 Financial
Services Private Limited (CARS24 Financial Services).
** Kotak Mahindra General Insurance Headquarters –
Mumbai, Maharashtra.
MD & CEO –
Suresh Agarwal.
১০। ভারত সরকার সম্প্রতি কোন রাজ্যের ৩ স্থানের নাম পরিবর্তনের
জন্য অনুমোদন প্রদান করল?
- মধ্যপ্রদেশ।
** Hoshangabad
Nagar –এর নতুন নামকরণ করা হল “Narmadapuram”, Shivpuri -র “Kundeshwar Dham” এবং
Babai নামকরণ করা হল “Makhan Nagar”.
১১। ২০২৮ সালে অনুষ্ঠিত হতে চলা গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস
–এ International Olympic Committee (IOC) কোন নতুন খেলাগুলি অন্তর্ভুক্ত
করার একটি প্রস্তাব অনুমোদন করল?
- Surfing, Skate boarding এবং Sport Climbing.
** IOC Founded – 23 June 1894, Paris, France.
Headquarters – Lausanne, Switzerland.
President – Thomas Bach.
১২। BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি সম্প্রতি কোথায় বিশ্বের
তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন?
- জয়পুর (রাজস্থান)।
** বর্তমানে
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ভারতের Narendra Modi Stadium এবং দ্বিতীয় বৃহত্তম
ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ার Melbourne Cricket Ground (MCG).
১৩। সম্প্রতি ৯২ বছর বয়সে Christos Sartzetakis মারা গেলেন,
ইনি কে ছিলেন?
- প্রাক্তন গ্রীক প্রেসিডেন্ট।
১৪। মহাকালী নদীর উপর বাঁধ তৈরির জন্য ভারত সম্প্রতি কোন দেশের
সাথে চুক্তি স্বাক্ষর করল?
- নেপাল।
** Capital & Largest City of Nepal –
Kathmandu.
President – Bidya Devi
Bhandari.
Prime Minister –
Sher Bahadur Deuba.
Currency – Nepalese Rupee.
১৫। Bata India –র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি
কে নিযুক্ত হলেন?
- দিশা পাটানি।
** Bata Corporation Founded – 24 August 1894.
Founder – Tomas Bata.
Headquarters –
Lausanne, Switzerland.
Chairman – Graham Allan.
CEO – Sandeep Kataria.
File Details :
File Format : PDF
To join our FB page CLICK HERE.