Type Here to Get Search Results !

26 March Current Affairs in Bengali

 26 March Current Affairs in Bengali

26 March Current Affairs in Bengali :

১। সম্প্রতি ২৪ শে মার্চ ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে কেন্দ্রীয় সরকার কে চিঠি দিয়ে NV Ramana কে তাঁর পরবর্তী CJI হিসেবে নিয়োগের পরামর্শ দিয়েছেন।

শরদ অরবিন্দ বোবদে এই বছর ২৩ শে এপ্রিল অবসর নেবেন।

 

২। জন্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এশিয়ার বৃহত্তম Tulip Garden জনসাধারণ এবং পর্যটকদের জন্য ২৫ শে মার্চ থেকে খোলা হল।

** জন্মু কাশ্মীরের চেনাব নদীর উপর বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ তৈরি করা হচ্ছে।

Hemis National Park প্রথমে জন্মু কাশ্মীরে ছিল। কিন্তু জন্মু কাশ্মীর থেকে লাদাখ আলাদা হওয়ার ফলে বর্তমানে Hemis National Park লাদাখে অবস্থিত।

মহাশিবরাত্রি এখানে হেরথ উৎসবনামে পালিত হয়।

প্রথম তারামণ্ডল স্থাপিত হতে চলেছে জন্মু কাশ্মীরে।

জন্মু কাশ্মীরের গুলমার্গে ভারতের প্রথম ইগলু ক্যাফে স্থাপন করা হয়েছে।

সম্প্রতি রেডিও চিনার - ৯০. হর দিল কি ধড়কননামক রেডিও স্টেশনের উদ্বোধন করা হল।

সম্প্রতি জন্মু কাশ্মীরেAwaam Ki Baatপরিযোজনা শুরু করা হয়েছে।

Lt. Governor – Manoj Sinha.

Capital – Jammu (Winter) & Srinagar (Summer).

National ParkDachigam National Park (1981), Kishtwar National Park (1981), City Forest (Salim Ali) National Park (1992).

Dance Forms Rauf, Hikat, Mandjas, Kud Dandi Nach, Damali.

 

৩। সম্প্রতি Indian Coast Guard Ship ‘Vajra’ Chief Defense Staff General Bipin Rawat দ্বারা চেন্নায়ের কাট্টুপল্লী (Kattupalli) তে কমিশন করা হল।

 

৪। বিশ্বের প্রথম Ship Tunnel তৈরি করা হবে Norway তে।

** ২০২২ সাল থেকে এই টানেল টি তৈরি করা শুরু হবে।

টানেলটির দৈর্ঘ্য . কিমি।

Prime Minister – Erna Solberg.

Capital – Oslo.

Currency – Norwegian Krone.

 

৫। সম্প্রতি Samir Soni লেখাMy Experiments with Silenceবইটি প্রকাশিত হল।

 

৬। সম্প্রতি জো বাইডেন প্রশাসন ভারতের সাথে পুনরায়Homeland Security Dialogueস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পূর্ব রাষ্ট্রপতির দ্বারা ‘Homeland Security Dialogue’ স্থগিত করা হয়েছিল।

** President – Joe Biden (রচিত বই“Promise Me, Dad”, “Promises to Keep”).

Vice President – Kamala Harrish (রচিত বই “Superheroes are Everywhere”, “The Truths We Hold”, “Smart on Crime”).

Capital – Washington DC (NASA, IMF, World Bank এর সদর দপ্তর অবস্থিত)

 

৭। সম্প্রতি ২৩ শে মার্চ WIPO দ্বারা প্রকাশিতInternational Intellectual Property Index’ –এর নবম সংস্করণে ভারত ৪০ তম স্থান অধিকার করেছে।

** WIPO – World Intellectual Property Organization.

Founded – 14 July 1967.

Headquarter – Geneva, Switzerland.

Director General – Daren Tang.

 

৮। সম্প্রতি ভারতের প্রথম Chess Academy ওড়িশার ভুবনেশ্বরে স্থাপন করা হবে।

** ওড়িশার রাউরকেলা তে দেশের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।

ওড়িশার ভুবনেশ্বরে ভারতের প্রথম বিশ্ব কৌশল কেন্দ্র (World Skill Center) –এর উদ্ঘাটন করা হল।

ভুবনেশ্বরে ভারতের প্রথম ফায়ার পার্ক (Fire Park) উদ্বোধন করা হল।

লা এপ্রিল উৎকল দিবস / ওড়িশা দিবস পালন করা হয়।

সম্প্রতি ওড়িশা রাজ্য সরকার Self Helping Group –এর জন্যমিশন শক্তিনামক নতুন বিভাগ স্থাপিত করল।

সম্প্রতি ওড়িশা রাজ্য সরকারMo Chhatuaএবংe-Kalikaনামক অ্যাপ লঞ্চ করল।

Chief Minister - Naveen Patnaik.

Governor - Prof. Ganeshi Lal.

Capital – Bhubaneswar.

National Park – Simlipal National Park (1980), Bhitarkanika National Park (1988).

Dance Forms Odissi (Classical), Savari, Ghumara, Painka, Munari, Chhau.

Traditional Sarees - Bomkai saree, Sambalpuri saree.

 

৯। সম্প্রতি প্রকাশিত ২০২০ ৩১ তমভ্যাস সন্মান’ – সন্মানিত হলেন Prof Sharad Pagare.

**পাটলিপুত্র কি সম্রাজ্ঞীরচনার জন্য তিনি এই সন্মানে সন্মানিত হলেন।

১৯৯১ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয়।

 

১০। সম্প্রতি The Ministry of social justice and empowerment প্রবীণ নাগরিকদের জন্যNational Nutrition Mission’ (NNM) শুরু করার কথা ঘোষণা করল।


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad