Type Here to Get Search Results !

Daily Current Affairs Update in Bengali (21 March 2021)

Daily Current Affairs Update in Bengali (21 March 2021)

Daily Current Affairs Update in Bengali (21 March 2021) :


১। সম্প্রতি UNCTAD –এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে ভারতের GDP ৫% হারে বাড়বে।

** UNCTAD – United Nations Conference on Trade and Development.

Founded – 30 December.

Headquarter – Geneva, Switzerland.

Acting Secretary General – Isabelle Durant.

 

২। সম্প্রতি ভারত দক্ষিণ কোরিয়ায় নিজস্ব দূতাবাসে Festival of Independence India @75 কার্যক্রম শুরু করল।

** President – Moon Jae-in.

Capital – Seoul (Located on the Han River).

Currency – South Korean Won.

উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বিভাজনকারী লাইন কে বলা হয় - 38th Parallel.

 

৩। প্রতি বছর ২১ শে মার্চ জাতি বৈষম্য দূরীকরণ দিবস হিসেবে পালন করা হয়।

** বিশ্ব ব্যাপি জাতিগত বৈষম্য দূরীকরণে জনগন কে আরও সচেতন করে তুলতে দিন টি পালন করা হয়।

Theme – Youth standing up against racism.

 

৪। সম্প্রতি World Happiness Report 2021 অনুযায়ী এই তালিকায় ভারতের স্থান ১৩৯ তম।

** প্রথম – ফিনল্যান্ড, দ্বিতীয় – ডেনমার্ক, তৃতীয় – সুইজারল্যান্ড।

১৪৯ টি দেশে কে নিয়ে এই রিপোর্ট প্রকাশিত করা হয়।

২০১৯ সালে ভারতের স্থান ছিল ১৪০ তম

 

৫। সম্প্রতি ভারত এবং কুয়েত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উদ্দেশ্যে Joint Commission স্থাপনের কথা ঘোষণা করল।

** Prime Minister – Sabah Al-Khalid Al-Sabah.

Capital – Kuwait City.

Currency – Kuwaiti Dinar.

 

৬। সম্প্রতি Mark Rutte চতুর্থ বারের জন্য নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন।

** Capital – Amsterdam.

Currency – Euro.

 

৭। ১১ তম Hockey India Senior Women National Championship –এ ঝাড়খণ্ড কে হারিয়ে জয় লাভ করল হরিয়ানা

** হরিয়ানা রাজ্য সরকার প্রাইভেট সেক্টরে রাজ্যবাসী কে ৭৫% সংরক্ষণ দেওয়ার বিল পাশ করল।

হরিয়ানায় ‘মেরা পানি মেরা বিরাসত’ যোজনা শুরু হয়েছে।

হরিয়ানায় বিশ্বের প্রথম – Electrified double stack container tunnel তৈরি করা হচ্ছে।

Chief Minister - Manohar Lal.

Governor - Satyadeo Narain Arya.

Capital – Chandigarh.

National Park – Sulta National Parkur National Park (1989), Kalesar National Park (2003).

Dance Forms Jhumar, Phag, Daph, Dhamal, Loor, Gugga, Khor, Gagor.

 

৮। সম্প্রতি Ajinkay Rahane NewGrowth Credit Pvt. Ltd. কোম্পানির ব্র্যাণ্ড অ্যাম্বাসাডর হলেন।

 

৯। সম্প্রতি ৯০০০ T20 রান পূর্ণ করা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা

 

১০। সম্প্রতি All India Badminton Tournament –এর কোয়াটার ফাইনালে পৌঁছানো সবচেয়ে কম বয়সী যুবক হলেন ১৯ বছর বয়সী প্রণয় হারে

 

১১। United Nations French Language Day হিসেবে পালন করা হয় ২০ মার্চ

** United Nations –এর Official Language ৬ টি, যথা – ইংরেজি, রাশিয়ান, স্প্যানিস, চাইনিজ, আরবী এবং ফ্রেঞ্চ।

 

১২। প্রতি বছর ২০ ই মার্চ World Oral Health Day এবং World Sparrow Day হিসেবে পালন করা হয়।

** ২০১০ সাল থেকে ২০ ই মার্চ World Sparrow Day হিসেবে পালিত হয়ে আসছে।

Theme of World Sparrow Day – Lets Together Say - I Love Sparrow.

 

১৩। সম্প্রতি Milton পণ্য প্রস্তুতকারক World branding awards 2020 – 21 –এ সন্মানজনক Brand of the Year Award জয়লাভ করল।

** Founded – 1938 (Milton corporation ltd is an Australian listed investment company).

Chairman – Robert Millner.

Managing Director – Frank Gooch.

 

১৪। সম্প্রতি পাকিস্তান এয়ার ফোর্সের নতুন চিফ হিসেবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল জাহির আহমেদ বাবর সিধু

** Prime Minister – Imran khan.

President – Arif Alvi.

Capital – Islamabad.

 

১৫। সম্প্রতি PNB Bank তাদের ক্রেডিট কার্ড ব্যবসা ব্যবস্থাপনার জন্য একটি সহায়ক কোম্পানি স্থাপন করল।

** Headquarter – New Delhi.

Founded – 19 May 1894.

Founders – Lala Lajpat Rai, Dyal Singh Mijithia.

CEO – S S Mallikarjuna Rao.


১৬। সম্প্রতি ভারত এবং আমেরিকা সংযুক্ত ভাবে USIAI Initiative লঞ্চ করল।

** USIAI – United States India Artificial Intelligency.

President – Joe Biden (রচিত বই“Promise Me, Dad”, “Promises to Keep”).

Vice President – Kamala Harrish (রচিত বই “Superheroes are Everywhere”, “The Truths We Hold”, “Smart on Crime”).

Capital – Washington DC (NASA, IMF, World Bank –এর সদর দপ্তর অবস্থিত)।

 

১৭। সম্প্রতি মণিপুর রাজ্য কে বন ধন বিকাশ কার্যক্রমের জন্য মডেল রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

** রাজ্যের মুখ্যমন্ত্রী Local Product প্রদর্শনীর জন্য ‘Mai Own 2021’ –এর উদ্ঘাটন করলেন।

বিশ্বের একমাত্র Floating National Park – Keibul Lamjao National Park মণিপুরে অবস্থিত।

UN মণিপুর সরকারের Covid-19 মহামারী মোকাবিলার জন্য ‘Khudol’ উদ্যোগের প্রশংশা করেছিল।

Chief Minister - N. Biren Singh.

Governor - Dr. Najma Heptulla.

Capital – Imphal.

National Park – Keibul-Lamjao National Park (1977).

Dance Forms Dol Cholam, Thang Ta, Lai Haraoba, Pung Cholom, Khamba Thaibi, Nupa Dance, Raslila, Khubak Ishei, Lhou  Sha.

 

Previous Post - Daily Current Affairs Update in Bengali (20 March 2021) 

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad