Type Here to Get Search Results !

9 April Current Affairs in Bengali

 9 April Current Affairs in Bengali

9 April Current Affairs in Bengali :

১। ভারতের প্রথম মহিলা নাবিক (Sailor) হিসেবে ওলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন তামিলনাড়ুর নেথ্রা কুমানন (Nethra Kumanan)

 

২। সম্প্রতি দিল্লী সরকার DTU (Delhi Technical University) -এর সহযোগিতায় স্কুল শিক্ষার্থীদের জন্য 'Lab on Wheels' প্রকল্পের শুভারম্ভ করল।

** দিল্লীতে ভারতের সবচেয়ে বড় কিডনি ডায়ালাইসিস হসপিটাল চালু করা করল।

ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্ক দিল্লীতেই শুরু হয়।

দিল্লী সরকার বাড়িতে রেশন পৌঁছে দিতেঘর ঘর রেশনযোজনা শুরু করল।

Samsung কোম্পানি দিল্লী (Delhi Technological University) তে তাদের Innovation Lab স্থাপন করল।

Chief Minister - Arvind Kejriwal.

Lt. Governor – Anil Baijal.

 

৩। সম্প্রতি SIDBI -এর Chairman এবং Managing Director পদে নিযুক্ত হলেন S. Ramann.

** SIDBI – Small Industries Development Bank of India.

Founded – 2 April 1990.

Headquarter – Lucknow, UP.

 

৪। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন এবং উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুণ্ডা Tribal Health Collaborative 'Anamaya' -এর উদ্বোধন করলেন।

 

৫। সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার (২০০৬) প্রাপক সাংবাদিক Fatima Rafiq Zakaria প্রয়াত হলেন।

 

৬। সম্প্রতি নরেন্দ্র মোদী Dr. Harekrushna Mahtab -এর হিন্দি সংস্করণ "ওড়িশা ইতিহাস" পুস্তক টি প্রকাশ করলেন।

 

৭। সম্প্রতি FIFA Pakistan Football Federation (PFF) এবং Chadian Football Association (FTFA) কে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ ঘোষণা করল।

** President of FIFA – Gianni Infantino.

Founded – 21 May 1904.

Headquarter – Zurich, Switzerland.

 

৮। সম্প্রতি উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ডঃ অচ্যুত সামন্ত -এর লেখা "Neelimarani : My Mother, My Hero" পুস্তক টি প্রকাশ করলেন।

 

৯। সম্প্রতি মধ্য প্রদেশ রাজ্য সরকার কোরনা ভাইরাসের কারণে সমস্ত সরকারি অফিসে সপ্তাহে দিন কাজ করার / খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

** ভারতের সবচেয়ে বড় (Largest) এবং বিশ্বে দ্বিতীয় Floating Solar Farm খাণ্ডোয়া জেলায় নর্মদা নদীর উপর ওমকারেশ্বর বাঁধের কাছে নির্মান করা হচ্ছে।

ভারতের প্রথম হীরা সংগ্রাহালয় মধ্য প্রদেশের খাজুরাহো তে স্থাপন করা হবে।

সম্প্রতি প্রকাশিত বুকলেটবানগীমধ্য প্রদেশ রাজ্যের উপজাতীদের ঐতিহ্য গাঁথা কে কেন্দ্র করে রচিত।

মধ্য প্রদেশ রাজ্য সরকার সম্প্রতি টি ন্যাশনাল পার্কে (Kanha National Park, Bandhavgarh National Park এবং Indira Priyadarshini Pench National Park) রাত্রিকালীন সাফারীর শুরু করল।

মধ্য প্রদেশেএক জেলা এক শিল্প’, ‘FIR aap ki Duwarঅভিযান শুরু হয়েছে।

সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্য সরকার খাদ্যে ভেজাল মেশানো অসাধু ব্যাবসায়ীদের আজীবন কারাবাসের ব্যবস্থা গ্রহণ করল।

Chief Minister - Shivraj Singh Chouhan.

Governor - Anandiben Patel.

Capital – Bhopal.

National Park – Kanha National Park (1955), Madhav National Park (1959), Bandhavgarh National Park (1968), Indira Priyadarshini Pench National Park (1975), Van Vihar National Park (1979), Panna National Park (1981), Sanjay National Park (1981), Satpura National Park (1981), Fossil National Park (1983).

Dance Forms Jawara, Matki, Aada, Khada Nach, Phulpati, Grida Dance, Selalarki, Selabhadoni, Maanch.

Traditional Sarees - Chanderi saree.

 

১০। সম্প্রতি প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড় Suhas Kulkarni ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন।

 

১১। সম্প্রতি স্বাস্থ্য বিষয়ক কারণে শ্রীলঙ্কা পাম তেল (Palm Oil) আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল।

** Prime Minister – Mahinda Rajapaksa.

President – Gotabaya Rajapaksa.

Currency – Srilankan rupee.

Capital – Kolombo & Sri Jayawarden.

 

১২। সম্প্রতি IIT Delhi ICMR এর সহযোগিতায় ঘণ্টায় ডেঙ্গু নির্ণয়ের উপকরণ তৈরি করল।

** ICMR – Indian Council of Medical Research.

ICMR Esablished – 1911 (as IRFA), 1949 (Rename as ICMR).

Headquarter of ICMR – New Delhi.

IIT Delhi Established – 1961.

Chairman of IIT Delhi – Dr R Chidambaram.

Director of IIT Delhi – Dr V Ramgopal Rao.

 

১৩। সম্প্রতি শ্রীলঙ্কা ৭ম BIMSTECএর মন্ত্রীস্তরীয় বৈঠকের আযোজন করেছিল।

** BIMSTEC – Bay of Bengal Initiative for Multi Sectoral Technical & Economic Cooperation.

BIMSTEC Countries – Sri Lanka, India, Nepal, Bhutan, Bangladesh, Myanmar & Thailand.

Founded – 6 June 1997.

Secretary General – Tenzin Lekphell.

 

১৪। সম্প্রতি IndiGo দিল্লী এবং হায়দ্রাবাদেDoor to Door Baggage Transferপরিষেবা শুরু করল।

** Founded – 2005.

Headquarter – Gurugram, Haryana.

Chairman – M Damodaran.

 

১৫। সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্য সরকার সাংবাদিকদের ফ্রন্টলাইন কর্মীহিসেবে ঘোষণা করে সকল বয়সী সাংবাদিক কে Covid-19 টীকা দেওয়ার কথা ঘোষণা  করল।

** Phool Dei বাৎসরিক ঐতিহ্যবাহী উৎসব উত্তরাখণ্ডে বসন্ত মরসুমের সূচনা উপলক্ষে পালিত হয়।

সম্প্রতি উত্তরাখণ্ডে ভারতের প্রথম বন চিকিৎসা কেন্দ্র (Forest healing center) খোলা হল।

সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্য সরকারঘর কী পেহচান চেলিকী নাম’ (মেয়ের নামে বাড়ির পরিচয়) নামক যোজনা শুরু করল।

Chief Minister - Tirath Singh Rawat.

Governor - Baby Rani Maurya.

Capital – Dehradun & Gairsain.

National ParkCorbett National Park (1936), Nanda Devi National Park (1982), Valley of Flowers National Park (1982), Rajaji National Park (1983), Gangotri National Park (1989), Govind National Park (1990).

Dance Forms Garhwali, Kumayuni, Kajari, Jhora, Raslila, Chappeli.



To join our FB page CLICK HERE.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad